ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চতুর্থবার গোল্ডেন শু জিতলেন মেসি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চতুর্থবার গোল্ডেন শু জিতলেন মেসি

আরেকবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন মেসি

ক্রীড়া ডেস্ক : আরো একটি পুরস্কার যোগ হলো লিওনেল মেসির শোকেসে। চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

গত মৌসুমে লা লিগায় ৩৭ গোল করা মেসির ইউরোপিয়ান গোল্ডেন শু জয় নিশ্চিত হয়েছিল আগেই। শুক্রবার বার্সেলোনায় এক অনুষ্ঠানে তার হাতে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কার তুলে দেওয়া হয়।

মেসি এর আগে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছিলেন ২০১০, ২০১২ ও ২০১৩ মৌসুমে। যৌথভাবে সবচেয়ে বেশি চারবার এই পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা। তার সমান চারবার এই পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোও। ২০০৮, ২০১১, ২০১৪  ও ২০১৫ সালে জিতেছিলেন পর্তুগিজ তারকা।

গত মৌসুমে লা লিগায় ২৫ গোল করা রোনালদো তালিকার সেরা পাঁচেই জায়গা পাননি। মেসি ৩৭ গোল করেছিলেন ৩৪ ম্যাচে। পর্তুগিজ লিগে ৩৪ গোল করে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন স্পোর্টিং সিপির বাস দস্ত।

৩১ গোল নিয়ে সেরা তিনে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের পিরেরে-এমরিক অবামেয়াং। চারে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি (৩০ গোল), পাঁচে আছেন বার্সেলোনার লুইস সুয়ারেজ (২৯ গোল)।



রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়