ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আন্ডারডগ হিসেবে খেলবে ঢাকা!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্ডারডগ হিসেবে খেলবে ঢাকা!

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের পঞ্চম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও শক্তিমত্তায় কুমিল্লার চেয়ে কম নয় ঢাকা। কিন্তু ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন আগামীকাল তারা আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে।

‘প্রথম কথা হচ্ছে কাল আমরা আন্ডারডগ হিসেবে খেলব। কুমিল্লা আমাদের সাথে দুইটাই জিতেছে। দারুণ খেলছে। আমরাও ভাল খেলছি। তবে আমাদের ধারাবাহিকতার একটু অভাব ছিল। যদি দুই ভেন্যুতে আমরা ২০০ রানের উপরে করছি। আবার কিছু ম্যাচে দেড়’শ রানের কম করছি। ওই জায়গায় একটু ধারাবাহিকতার অভাব ছিল। এই ফরম্যাটটাতে যেটা হয় যে রাইট টাইমে মোমেন্টাম পিক করা। আমার মনে হয় সেই হিসাবে আমরা কালকে একটা দারুণ ম্যাচ জিতছি অল্প রান করেও। আমাদের বোলিং অসাধারণ ছিল, সাকিব ক্যাপ্টেনের ভূমিকা দারুণভাবে পালন করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া। আমাদের লোকাল স্টার যারা আছে তারাও ভাল টাইমে পিক করছে। কাল খুব ক্রুশিয়াল গেম। টাইট গেম। দারুণ খেলা হবে আশা করি।’

প্রতিপক্ষ নিয়ে কুমিল্লা চিন্তা না করলেও ঢাকা ঠিকই সমীহ করছে। কুমিল্লাকে এক প্রকার সমীহই করছেন ঢাকার কোচ, ‘প্রতিপক্ষকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। কেবল নিজেদেরটাই করতে পারবেন। যখন টপ অর্ডার পারফর্ম করে তখন বেশি কিছু লাগে না। মূল কথা হচ্ছে আমাদের টপ অর্ডার কেমন করছে সেটা। আমাদের টপ অর্ডারে দারুণ কিছু প্লেয়ার আছে, যেমন লুইস, নারিন। এরা প্রমাণ করেছে তারা বড় ইনিংস খেলতে পারে। জো ডেনলি শেষ ম্যাচ ছাড়া ভাল করেছে। টপ অর্ডারে রান পেলে আমার মনে হয় আমরা বড় স্কোর দিতে পারব।’



রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়