ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

উইকেটকে খারাপ বলতে রাজি নন সুজন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইকেটকে খারাপ বলতে রাজি নন সুজন

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে শুক্রবার সন্ধ্যায় মাঠে নামবে ঢাকা ডায়নামাইস। তাদের প্রতিপক্ষ এবারের আসরের সবচেয়ে ধারাবাহিক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম থেকে বিপিএল ঢাকায় ফেরার পর বেশ কয়েকটি ম্যাচের উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের সঙ্গে ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন পুরোপুরি একমত না হলেও কোয়ালিফায়ারে তিনি চান ভালো উইকেট।

আজ বৃহস্পতিবার উইকেটের বিষয়ে সংবাদিকদের সুজন বলেন, ‘আমি যেটা বিশ্বাস করি যে এটা নিয়ন্ত্রন করতে পারব না। এটা আমার কাজ না। এটা কিউরেটরের কাজ। তারা সেরাটা দিচ্ছে উইকেট তৈরি করতে। কিন্তু আমি বলি যে কালকে আমাদের শুরুটা ভাল হয়নি। কিন্তু সাকিব যেভাবে ব্যাট করেছে উইকেটকে আমি দোষ দেব না। আমরা ভাল ব্যাট করতে পারিনি। বাজে শট খেলেছি। হ্যাঁ সুনীল নারিনের আউটে অকওয়ার্ড বাউন্স ছিল হয়তোবা। লুইস হিট উইকেট হল। ওদের বেলাতেও একটা বল লো করল। এরকম দুই-একটা সব সময় হয়। কিন্তু উইকেটে এমন জুজু ছিল না। উইকেট খুব খারাপ আমি বলব না। যেদিন উইকেট খারাপ হলো সেদিনও ঢাকা ২০০ এর উপর রান করল। আমরা চাই যে ভাল উইকেটে খেলা হোক। ফ্লাট উইকেটে খেলা হোক। যেখানে দুদলই কম্ফোর্টেবল। আমরা আরও বেটার উইকেট ও ভাল একটা খেলা আশা করছি আসলে।’

দলের টপ অর্ডারের বিষয়ে তিনি বলেন, ‘যেদিন আমরা ফেইল করছি সেদিন সবাই ফেইল করছি। যেদিন পাশ করছি সেদিন পুরা টিমই ভাল করছি। সেরকম হচ্ছে। আমি চাই কেউ একজন এগিয়ে এসে ভাল করুক। কাল সাকিব দায়িত্ব নিয়েছে, আমি চাই যে আমার বিদেশি প্লেয়ার এমন দায়িত্ব নিয়ে খেলুক। আমি বলছি না যে আলাদা বাড়তি দায়িত্ব। আমি চাই তারা খেলা উপভোগ করুক। মাঠে রেজাল্ট কি হয় না হয় সেটা পরের ব্যাপার। কিন্তু উপভোগ করুক এটা চাই। লুইসের স্টাইল বদলাতে বলব না, পোলার্ডের স্টাইলও বদলাতে বলব না। চাইব তারা তাদের মতই খেলুক। দেখি কি হয়।’

আম্পায়ারিং নিয়ে তার মন্তব্য, ‘ভুল সিদ্ধান্ত হয়। যেমন আমাদের একটা ম্যাচে শহীদ আফ্রদি ৩৭ রানে আউট হলো। এরকম কিছু সিদ্ধান্ত ছিল। আমরা মনে করি এটা খেলার অংশ। আম্পায়ার্স রিপোর্ট একটা আমাদের কাছে আছে। আমরা বলতে পারি এটা হয়েছে, ওটা হয়েছে। কিন্তু দিনশেষে এটা আম্পায়ার্স কল। কিন্তু কোন আম্পায়ার যদি বলে আমাদের বাজে দিন গেছে। এটা হতে পারে। কারণ তারা খালি চোখে দেখে। যেমন আমাদের সময় রংপুরের দুই/চারটা ওয়াইড মাথার উপর দিয়ে গেছে। কিন্তু দিতে পারে নাই। খালি চোখে হয়তবা তারা মনে করেনি।’



রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়