ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লা-রংপুরের ম্যাচ পরিত্যক্ত হলে কে যাবে ফাইনালে?

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা-রংপুরের ম্যাচ পরিত্যক্ত হলে কে যাবে ফাইনালে?

ক্রীড়া ডেস্ক : বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু ৬.৪৬ মিনিটে বৃষ্টি এসে হানা দেয়। সেই থেকে বৃষ্টির কারণে এখনো ম্যাচ বন্ধ রয়েছে। সর্বনি¤œ ৫ ওভারের খেলা শুরু হওয়ার শেষ সময় রাত ৯.৩০ মিনিট। সেটা যদি সম্ভব না হয় তাহলে রাত ১০টায় সুপার ওভার হবে। সেটাও যদি বৃষ্টির কারণে না হয় তাহলে ম্যাচটি পরিত্যক্ত হবে।

আর ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে? নিয়ম অনুযায়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে চলে যাবে। ১২ ডিসেম্বর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তারা ফাইনাল খেলবে।

লিগপর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার উপর লিগ পর্বে দুইবারের মুখোমুখিতে দুইবারই রংপুরকে হারিয়েছে তামিম ইকবালের দল।

তাই কুমিল্লার সমর্থকরা এখন কামনা করছে ম্যাচটি পরিত্যক্ত হোক। তবে রংপুর যেভাবে আজ শুরু করেছে, তাতে তারা ভাগ্যের কাছে হেরে গেলে মাশরাফি ও রংপুর রাইডার্সের সমর্থকরা নিঃসন্দেহে কষ্ট পাবেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়