ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জিরুদের গোলে রক্ষা আর্সেনালের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিরুদের গোলে রক্ষা আর্সেনালের

জিরুদের ৮৮ মিনিটের গোলে হার এড়িয়েছে আর্সেনাল

ক্রীড়া ডেস্ক : বদলি হিসেবে নামা অলিভিয়ের জিরুদের শেষ মুহূর্তের গোলে সাউদাম্পটনের মাঠে হার এড়িয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

রোববার প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল আর্সেনাল। তৃতীয় মিনিটে গোল করে সাউদাম্পটনকে লিড এনে দেন চার্লি অস্টিন। এ নিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে তিন ম্যাচের সবগুলোতেই গোল করলেন ২৮ বছর বয়সি এই ইংলিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২ মিনিটে অ্যালেক্সান্ডার লাকাজেত্তির বদলি হিসেবে জিরুদকে মাঠে নামান আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে এই ফরাসি ফরোয়ার্ডই দলের ত্রাণকর্তা হয়ে দেখা দেন। অ্যালেক্সিস সানচেজের ক্রস থেকে হেডে স্বাগতিকদের জালে বল জড়ান জিরুদ। তাতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে অতিথিরা।

এই গোলে একটি রেকর্ড ছুঁয়েছেন জিরুদ। একক কোনো প্রিমিয়ার লিগের দলের হয়ে বদলি হিসেবে নেমে তার চেয়ে বেশি গোল করতে পারেনি আর কেউই। জিরুদের সমান ১৭টি গোল করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফরোয়ার্ড ওলে গানার সোলসজেয়ার।

সাউদাম্পটনের সঙ্গে ড্রয়ের পর ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে আর্সেনাল।



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়