ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ম্যানচেস্টার ডার্বিতে জিতল সিটি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানচেস্টার ডার্বিতে জিতল সিটি

ক্রীড়া ডেস্ক: মর্যাদার ম্যানচেস্টার ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াই শেষ হাসি হেসেছে ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

শক্তিশালী ম্যানইউর বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ইংলিশ লিগে টানা ১৪ ম্যাচে জয় পেল ম্যানচেস্টার সিটি। এর ফলে প্রতিযোগিতাপূর্ণ ইংলিশ লিগে টানা ১৪ জয়ে নতুন রেকর্ড গড়ল ম্যানসিটি।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৪৩ মিনিটে ম্যানসিটির হয়ে প্রথম গোল পান ডেভিড সিলভা। কেভিন ডি ব্রুইনের পাস ধরে ছয় গজ বক্সের মধ্যে থেকে স্বাগতিক গোলরক্ষককে বোকা বানান সিলভা। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলের শোধ দিয়ে লড়াইয়ের উত্তাপ বাড়িয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।

বিশ্রাম শেষে ম্যাচের ৫৪ মিনিটে আবারও এগিয়ে যায় ম্যানসিটি। এ সময় বাঁ-দিক থেকে ডি ব্রুইনের ক্রস ফেরাতে রোমেলু লুকাকুর নেওয়া শট ক্রিস স্মলিংয়ের গায়ে লাগলে গোলমুখে বল পেয়ে যান নিকোলাস ওটামেন্দি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যানইউর জালে বল পাঠিয়ে দেন আর্জেন্টাইন এ তারকা। ম্যাচের বাকি সময়ে সমতায় ফিরতে বেশ কয়েকটি প্রচেষ্টা চালালেও গোল পায়নি ম্যানইউ। শেষপর্যন্ত আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

ইংলিশ লিগে ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি। ১১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে মরিনহোর ম্যানইউ। আর ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি।



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়