ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিরোপা জয়ের ‘বারুদ’ রয়েছে ঢাকার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ১২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিরোপা জয়ের ‘বারুদ’ রয়েছে ঢাকার

ক্রীড়া প্রতিবেদক: বিপিএলে সবশেষ চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসকে শিরোপা জিতিয়েছেন কোচ খালেদ মাহমুদ সুজন। সবার কাছে ‘চ্যাম্পিয়ন’ কোচ হিসেবে পরিচিত জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। পঞ্চম আসরেও আজ ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তার দল ঢাকা ডায়নামাইটস।

গতবারের মতো এবারও শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী ঢাকা। বিশেষ করে বিগ বাজেটের দল গড়ে ধারাবাহিক ফল পাওয়ায় ঢাকা শিরোপার স্বপ্ন দেখছে দীর্ঘদিন ধরেই। খালেদ মাহমুদ সুজন বলেছেন,‘ঢাকা কাগজে কলমে সেরা দল। মাঠের পারফরম্যান্সেও আমরা এই মুহুর্তে সেরা। আমরা দল গড়েছি চ্যাম্পিয়নাশিপ ধরে রাখার জন্য। আমাদের দলের মধ্যে সেই বারুদও আছে। আমরা ফাইনাল ডিজার্ভ করি এবং আশা করছি শিরোপাও পাব।’

টি-টোয়েন্টির সেরা তারকাদের নিয়ে দল গড়েছে ঢাকা। আফ্রিদি, নারিন, লুইস, পোলার্ডরা বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে পরিচিত। তাদের লিড দেওয়ার জন্য রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট-বলে দারুণ ছন্দেও রয়েছে দলটি। তবুও কিছুটা ভয় রয়েছে রংপুরকে নিয়ে। খালেদ মাহমুদ বলেছেন,‘এই মুহূর্তে দুই দলই ভালো খেলছে। যে ভালো খেলবে সেই দল জিতবে।’
 


বল হাতে ২১ উইকেট নিয়ে ঢাকাকে বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। ব্যাটিংয়ে এভিন লুইস ১১ ম্যাচে করেছেন ৩৮১ রান। তাদের দুজনের উপর অনেকটাই নির্ভার ঢাকা। ফাইনালে ব্যাটসম্যানদের থেকে ভালো পারফরম্যান্স চান কোচ,‘নারিন, আফ্রিদিরা থাকার পরও সাকিব সর্বোচ্চ উইকেট পেয়েছে। ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমরা ওরকম কিছু এখনো পাইনি। এবার তাদের থেকেই বেশি প্রত্যাশা আমার।’

গতবার ফাইনালে রাজশাহী কিংসকে হেসে-খেলে হারিয়েছিল ঢাকা ডায়নামাইটস। এবার তাদের সামনে হেভিওয়েট রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখার কাজটা সহজ হবে না ঢাকার জন্য।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়