ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘নিজেদের দিনে গেইলরা সব শেষ করে দিতে পারে’

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ১২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিজেদের দিনে গেইলরা সব শেষ করে দিতে পারে’

ক্রীড়া ডেস্ক: গ্রুপপর্বে বেশ নড়বড়ে অবস্থা ছিল রংপুর রাইডার্সের। দলে ধীরে ধীরে তারকা খেলোয়াড়রা ভিড়তে শুরু করলেও রংপুর শিবিরে গতি ফিরেছে তারও অনেক পরে। শুরুর দিকে সেরা চারেও তাদের ভাবেনি অনেকেই। কিন্তু শেষ সময়ে টপ অর্ডার আর তারকা খেলোয়াড়দের ঘুম ভাঙ্গায় মর্যাদার ফাইনালের টিকিট পায় রংপুর।

শেষ সময় ক্রিস গেইল, চার্লস এবং ম্যাককালামের মতো তারকা খেলোয়াড়রা স্বরূপে ফেরায় খুলনা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো শক্তিশালী দলকেও দাপটের সঙ্গে হারায় রংপুর। আজকের সন্ধ্যার ফাইনালে বিগ বাজেটের তারকাসমৃদ্ধ দল ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মাশরাফির রংপুর। খুব বেশি চাপ না নিয়ে দলের নিয়মিত খেলোয়াড়দের কাঁধে চেপেই ভালো কিছুর স্বপ্ন দেখছেন রংপুরে অধিনায়ক মাশরাফি।

সম্প্রতি ছন্দে না থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটের বড় নাম গেইল-ম্যাককালামেই ভরসা রাখছেন মাশরাফি। নিজেদের দিনে তারা সব কিছু শেষ করে দিতে পারেন বলে মনে করেন রংপুরের দলপতি। এ প্রসঙ্গে অধিনায়ক হিসেবে বিপিএলে নিজের চতুর্থ শিরোপার অপেক্ষায় থাকা মাশরাফি বলেন, ‘আগের কয়েকটা সংবাদ সম্মেলনেও বলেছি ওরা যেভাবে খেলেছে এটা হচ্ছে ওদের ন্যাচারাল গেম। হয়তোবা একটা মিস হলে আউট হয়ে যেতে পারত। এ জন্যই তারা এ ধরণের টুর্নামেন্টে সবার আগে ডাকগুলো পায়। নিজেদের দিনে ওরা যেকোনো দলকে ধ্বংস করতে পারে। প্রথম সেমিফাইনালে গেইল একাই করে দিয়েছে। আজকে (সোমবার) চার্লস। এরকম একটা ইনিংস একটা দলের জন্য যথেস্ট হতে পারে। ম্যাককালাম যেভাবে খেলেছে তাতে আমাদের বড় স্কোর গড়তে সুবিধা হচ্ছে। এটা সত্যি আমাদের দলে দুজন খেলোয়াড় আছেন যারা তাদের দিনে সব শেষ করে দিতে পারে। সেটা ম্যাককালাম ও গেইল।’

হাই-ভোল্টেজ ফাইনালে রংপুরের সেরা তারকা গেইলকে নিয়ে শঙ্কা থাকলেও ভক্তদের সুখবর দিলেন মাশরাফি। এ প্রসঙ্গে রংপুরের দলপতি বলেন, ‘গেইলের একটু ব্যথা আছে। ওভারঅল মনে হচ্ছে না কোনো সমস্যা আছে। একটু দৌড়াদৌড়ি করলে খেলতে পারবে। হাঁটা-চলাতে কোথাও কোনো সমস্যা হচ্ছে না।’



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়