ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘরের মাঠে সাফের শিরোপায় চোখ কিশোরীদের

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘরের মাঠে সাফের শিরোপায় চোখ কিশোরীদের

বক্তব্য রাখছেন অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন, পাশে অধিনায়ক মারিয়া মান্ডা

ক্রীড়া প্রতিবেদক : ১৭ ডিসেম্বর থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, নেপাল ও ভুটানের কিশোরীরা। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের শিরোপায় চোখ বাংলাদেশের কিশোরীদের।

শিরোপা জয়ের বিষয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘আমরা তিন মাস ধরে অনুশীলন করছি। দেশের বাইরে আমরা ভালো খেলেছি। ঘরে খেলবো, কোন চাপ নেই। তাই দেশের মাটিতে ভালো খেলে চ্যাম্পিয়ন হতে চাই। অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে ভারতকে আমরা হারিয়েছিলাম। তাই তাদের ভয় পাওয়ার কিছু নেই। ভুটানের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলে পরের ম্যাচগুলো আরো সহজ হয়ে যাবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের পর থেকে মেয়েরা খেলার মধ্যেই আছে। এএফসি চ্যাম্পিয়নশিপে (সাউথ অ্যান্ড সেন্ট্রাল) দুই বার চ্যাম্পিয়ন হয়েছি আমরা। আগের থেকে মেয়েরা এখন আরও ভালো ফুটবল খেলে। সুতরাং আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’




রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়