ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘চ্যাম্পিয়ন হতে হলে ভাগ্যের সাথে প্রচেষ্টাও থাকতে হয়’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চ্যাম্পিয়ন হতে হলে ভাগ্যের সাথে প্রচেষ্টাও থাকতে হয়’

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের পাঁচ আসরের চার শিরোপাই উঠেছে মাশরাফি বিন মুর্তজার হাতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ না বলে যদি ‘মাশরাফি প্রিমিয়ার লিগ’ বলা হয় তাহলে ভুল হবে কি? প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে শিরোপা জেতার পর তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতেন মাশরাফি। চতুর্থ আসরে শিরোপার কাছাকাছিও যেতে পারেননি। এক আসর পর মাশরাফির মাথায় আবারও শ্রেষ্ঠত্বের মুকুট।

বিপিএলের চারটি শিরোপা জেতার নিশ্চিত কোনো রহস্যা আছে? সংবাদ সম্মেলনে এসে মাশরাফি হাসলেন। বললেন, ‘আগেরবার তো সেমিফাইনালে উঠিনি। আসলে কোনো রহস্য নেই। ভাগ্য সাথে না থাকলে তো কোনো কিছুই পাওয়া সম্ভব না। আমি ভাগ্যে বিশ্বাস করি। ভাগ্য সমর্থন করছে তাই পারছি।’

শুধু কি ভাগ্য পাশে থাকলেই মাঠের খেলায় জয় সম্ভব? মোটেও না। যদি হতো তাহলে এভিন লুইসের ক্যাচটা হাতেই আসত। মিড অফ থেকে দৌড়ে লং অনে গিয়ে ক্যাচ নেওয়ার প্রয়োজন হতো না। শুধু একটি প্রচেষ্টাই নয় লিগ পর্বের ১১তম ম্যাচে মাইকেল ক্লিঙ্গারের দ্রুতগতির ক্যাচটি সহজেই হাতে আসত। শুধু ভাগ্য থাকলেই হবে না থাকতে হবে প্রচেষ্টাও।

রংপুর রাইডার্সের অধিনায়ক ম্যাচ শেষে একই সুরে সুর মিলিয়েছেন, ‘অবশ্যই প্রচেষ্টা বড়। শুধুমাত্র ভাগ্যের উপর বসে থাকলে চলবে না। আপনি চেষ্টা করলেন না কিন্তু ভাগ্যের উপর বসে থাকলেন তাহলে চলবে না। আপনাকে চেষ্টা করতে হবে।’

১২ ম্যাচে ৬ জয় ও ৬ পরাজয় নিয়ে শেষ চার নিশ্চিত করার পর ফাইনাল জেতাটা আশ্চর্যজনক ও বিস্ময়কর। তিন ম্যাচে দু্জন তারকা ক্রিকেটার দায়িত্ব নেওয়ায় পাল্টে যায় রংপুরের ভাগ্য। মাশরাফি বলেছেন, ‘আমরা এলিমিনেটর থেকে অন্য রকম চেহারায় ছিলাম। এটা সত্যি কথা আমাদের ভেতরে ওই ক্ষুধাটাও ছিল। আমরা মাঠে গিয়ে কিছু করতে চাই। আামাদের প্রত্যেকটা ম্যাচ শেষ ম্যাচ ছিল। আমরা শেষটা শুধু ভালো খেলিনি। সবার থেকে ভালো খেলেছি।’

টুর্নামেন্টের শুরু থেকে ভালো করতে না পারলে শেষটা রাঙিয়ে দিয়েছে মাশরাফির রংপুর। অন্যদিকে পুরো টুর্নামেন্টে দারুণ করা ঢাকা ডায়নামাইটস শেষ দিকে পথ ভুলে শিরোপা হারিয়েছে।  



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়