ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৯ বছর পর ইংল্যান্ডের এমন ধস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৯ বছর পর ইংল্যান্ডের এমন ধস

পার্থে ইংল্যান্ড প্রথম ইনিংসে শেষ ৬ উইকেট হারিয়েছে ৩৫ রানে

ক্রীড়া ডেস্ক : ৪ উইকেটে ৩৬৮। সেখান থেকে ৪০৩ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ১০৬ ওভার বল করে মাত্র ৪ উইকেট পেয়েছিল অস্ট্রেলিয়ার বোলাররা। তারাই পরের ৯ ওভারে তুলে নিল ৬ উইকেট।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে আজ ইংল্যান্ডের শেষ ৬ উইকেট পড়েছে মাত্র ৩৫ রানে। ১৯ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্টের প্রথম ইনিংসে এমন ধস নামল ইংল্যান্ডের ব্যাটিংয়ে। সবশেষ ১৯৯৮ সালে অ্যাডিলেডে ৪ উইকেটে ১৯৫ থেকে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২২৭ রানে। ৩২ রানে পড়েছিল শেষ ৬ উইকেট।

ভাঙার পর পরই ইংল্যান্ডের অমন ধস নামে। অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের দুইশ রানের জুটি আছে এমন ইনিংসে তাদের তৃতীয় সর্বনিম্ন রানে (৪০৩) অলআউট হওয়ার নজির এটি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়