ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য অনশন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের জন্য অনশন

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের বাণিজ্য সুবিধা বন্ধ, অবিলম্বে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে শ্রমিক অনশন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সলিডারিটি কমিটি ফর রোহিঙ্গা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১২টি শ্রমিক সংগঠনের কর্মীরা অনশন করে।

অনশনে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের বাণিজ্য সুবিধা বন্ধ, অবিলম্বে রোহিঙ্গা সমস্যার সমাধান, বাংলাদেশের শ্রমিক এবং শ্রমমান রক্ষার আহ্বান জানান। অনশন থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা, অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর পরিচালিত গণহত্যা, ধর্ষণ বন্ধ করা, রোহিঙ্গা শরণার্থীদের পূর্ণ নাগরিকত্বসহ মিয়ানমারের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করার জন্য মিয়ানমারের সরকারের প্রতি ১০ দফা দাবি উপস্থাপন করা হয়।

কমিটির কো-অর্ডিনেটর আমিরুল হক আমিনের সভাপতিত্বে অনশনে বক্তব্য রাখেন-যুগ্ম কো-অর্ডিনেটর কামরুল  আহসান, কাজী মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, এম দেলোয়ার হোসেন, অহিদুর রহমান প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়