ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গ্রিন ইউনিভার্সিটিতে বিজয় উৎসব

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রিন ইউনিভার্সিটিতে বিজয় উৎসব

নিজস্ব প্রতিবেদক : আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, গান ও নৃত্যসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় উৎসব করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার।

শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।

উপউপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক এম এম খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন সামাদ বলেন, ‘একাত্তরে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে সঙ্গীতের অবদান ছিল অনেক বেশি। বলা যায়, এর মাধ্যমেই উৎসাহ-উদ্দীপনা পেয়ে দেশের লাখো-কোটি মানুষ যুদ্ধে অবদান রেখেছে।’

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘স্বাধীন দেশে এগিয়ে যাওয়ার প্রধান হাতিয়ার হলো অর্থনৈতিক উন্নয়ন। পাশাপাশি হাভার্ড, এমআইটির মতো দুই-একটি মানসম্মত প্রতিষ্ঠান তৈরি করলেও আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।’

উপউপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে। তবেই নতুন প্রজন্মকে সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে।’

তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ দেখা ও ৭ মার্চের ভাষণ শোনার অভিজ্ঞতা বর্ণনা করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়