ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাজার রানে স্মিথের রেকর্ড

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাজার রানে স্মিথের রেকর্ড

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে আগের দিন অপরাজিত ছিলেন ৯২ রানে।  ওয়াকায় শনিবার তৃতীয় দিনের শুরুতেই ২২তম সেঞ্চুরি তুলে নেন স্টিভ স্মিথ।

২২তম সেঞ্চুরি ছুঁতে স্মিথের লাগল ১০৮ ইনিংস।  তার উপরে রয়েছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (৫৮) ও সুনীল গাভাস্কার (১০১)।  স্মিথ পিছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার (১১৪) ও ম্যাথু হেইডেনকে (১২৮)।

স্বদেশী হেইডেনকে পিছনে ফেলার পাশাপাশি তার পাশে আরেকটি রেকর্ডে নাম তুলেছেন স্মিথ। খেতাব পেয়েছেন ‘মিস্টার কনসিসটেন্ট’।  টানা চতুর্থবারের মতো এক বর্ষপঞ্জিকায় এক হাজার রানের কীর্তি গড়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।  চলতি বছরের আগে ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালেও স্মিথ হাজার রান করেছিলেন।  ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টানা চার বছর হাজার রান তোলার রেকর্ড গড়েছেন স্মিথ।

হেইডেন টানা পাঁচ বছর এক বর্ষপঞ্জিকায় হাজার রান করেছিলেন। ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর সাদা পোশাকে রাঙিয়ে দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার।

১১তম ক্রিকেটার হিসেবে চার বছর এক বর্ষপঞ্জীকায় হাজার রান তুলেছেন স্মিথ। এ রেকর্ড বুকে সবার থেকে এগিয়ে শচীন টেন্ডুলকার।  ভারতের এ কিংবদন্তি ক্রিকেটার ছয়বার এক বর্ষপঞ্জীকায় এক হাজার রান করেছেন। ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, অ্যালিস্টার কুক, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা পাঁচবার এক বর্ষপঞ্জিকায় করেছেন হাজার রান।  এছাড়া সুনীল গাভাস্কার, স্মিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক ও কেভিন পিটারসেন করেছেন চারবার করে।

এক বর্ষপঞ্জিকায় ১০০০ রান (চারবার বা তার বেশি) :

স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)- ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) – ২০০৬, ২০১০, ২০১২, ২০১৫, ২০১৬
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ২০০৪, ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৪
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) – ২০০৮, ২০০৯, ২০১২, ২০১৩
কেভিন পিটারসেন (ইংল্যান্ড) – ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১২
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) – ২০০২, ২০০৪, ২০০৫, ২০০৭, ২০১০
শচীন টেন্ডুলকার (ভারত) – ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০২, ২০০৮, ২০১০
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ২০০২, ২০০৩, ২০০৫, ২০০৬, ২০০৮
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)- ২০০১, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)- ১৯৯৫, ২০০১, ২০০৩, ২০০৪, ২০০৫
সুনীল গাভাস্কার (ভারত)- ১৯৭৬, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮৩।




রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়