ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ওয়ালটন বিজয় দিবস হকি চলতি মাসেই

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন বিজয় দিবস হকি চলতি মাসেই

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এর আগে কয়েকবার বিজয় দিবস হকি টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। তারই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০১৭’।

টুর্নামেন্টের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য ও ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতার ‘টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি’ মাহবুবুল এহসান রানা বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াবে ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০১৭। এবারের এই আসরে পাঁচটি সার্ভিসেস দল অংশ নিবে। দলগুলো হল বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিকেএসপি। আগের আসরগুলোর চেয়ে এবার প্রাইজমানি বাড়তে পারে। ওয়ালটন দীর্ঘদিন ধরে হকির সঙ্গে আছে। সব সময় তারা আমাদের বিভিন্ন টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে। হকিকে এগিয়ে নিতে কাজ করছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। আশা করব ভবিষ্যতেও তারা এভাবে আমাদের সঙ্গে থাকবে।’



ওয়ালটন বিজয় দিবস হকির বিষয়ে জানতে চাওয়া হলে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে আমরা আগেও ছিলাম। এখনো আছি। চেষ্টা করব ভবিষ্যতেও হকির পাশে থাকতে। বর্তমানে হকির অবস্থা ভালো। আমরা চাই হকি আরো ভালো করুক। বিজয় দিবস হকির সঙ্গে আগেও আমরা ছিলাম। তারই ধারাবাহিকতায় এবারের বিজয় দিবস হকির সঙ্গে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াবে ওয়ালটন বিজয় দিবস হকি। পাঁচটা দল অংশ নিবে। আগের আসরগুলোর চেয়ে প্রাইজমানি বাড়ানো হবে। আশা করছি জমজমাট একটি টুর্নামেন্ট হবে।’

এই টুর্নামেন্টের অফিসিয়াল পার্টনার হিসেবে থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়