ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সেকেন্ড হোম হয়ে উঠছে বাংলাদেশ : রাজা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেকেন্ড হোম হয়ে উঠছে বাংলাদেশ : রাজা

ক্রীড়া ডেস্ক : কয়েকদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর খেলে গেছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। তার দল চিটাগং ভাইকিংস আসরে ভালো না করলেও প্রায় সব ম্যাচে মাঠে নেমে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রাজা। আর সেই অভিজ্ঞতাই ত্রিদেশীয় সিরিজে খুব কাজে দিচ্ছে বলে জানিয়েছেন জিম্বাবুইয়ান এ তারকা।

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত থাকার পর বল হাতে ১ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। লঙ্কানদের বিপক্ষে ১২ রানের জয়ে দুর্দান্ত এ পারফরম্যান্সের পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান তিনি।

ম্যাচ শেষে ভালো খেলার রহস্য বলতে গিয়ে সিকান্দার রাজা বলেন, ‘এটি (বাংলাদেশ) খুবই দ্রুত সেকেন্ড হোম হয়ে উঠছে। আমার মনে হয় বিপিএলের অভিজ্ঞতা আমাকে সাহায্য করছে। এটি ভাষায় প্রকাশ করা কঠিন। আপনার ভ্রমন করা বিশ্বের একটি জায়গায় আপনি অভ্যস্ত হয়ে উঠবেন। এটার ফল নিশ্চিতভাবে দেখা যাচ্ছে। আমাকে এখানে নিয়ে আসার জন্য চিটাগংকে (চিটাগং ভাইকিংস) ধন্যবাদ।’

শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে জিতে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাজা বলেন, ‘দেশের হয়ে খেলায় জেতার অনূভূতিটা অসাধারণ। আমি মনে করি প্রথম ম্যাচে আমরা ঠিক মতো পারফর্ম করতে পারিনি। আমি বিশ্বাস করি অন্য দিনের তুলনায় উইকেট বেশ ভালো ছিল। আমরা এটিকে নানা আচরণে দেখতে পেয়েছি। দলের ভালো পারফরম্যান্স দেখে আমি আনন্দিত।’

ভালো পারফরম্যান্সের জন্য দলের বার বার পরিবর্তনে বিশ্বাসী নন রাজা। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি মনে করি দল নির্বাচনে ধারাবাহিকতা রক্ষা করাটা নিশ্চিতভাবে সাহায্য করে। এই দল নিয়ে আমরা অনেক দিন ধরে খেলেছি এবং এর ফল দেখতে পাচ্ছি। দীর্ঘ সময় ধরে সাজঘরে আপনি যখন একজনকে দেখতে পাবেন এটি আপনাকে বাড়তি আত্মবিশ্বাস দিবে। আপনি বলতে পারবেন আপনার পরিচিত ওই ব্যাটসম্যান কোন শটটি খেলতে যাচ্ছে। আমাদের পরস্পরের প্রতি এটাই বিশ্বাস। আমাদের এই দলে অনেকেই পরস্পরের সঙ্গে দীর্ঘদিন ধরে খেলে আসছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়