ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দ্বিতীয় ওয়ানডেতেও নেই হ্যাজেলউড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় ওয়ানডেতেও নেই হ্যাজেলউড

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার ব্রিসবেনে ইংল্যান্ডের মুখোমুখি হবে অসিরা। ঘরের মাঠে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না অস্টেলিয়ার তারকা বোলার জশ হ্যাজেলউড।

ভাইরাস জনিত সমস্যার কারণে দ্বিতীয় ওয়ানডেতেও খেলতে পারবেন না হ্যাজজেলউড। তার সঙ্গে উইকেটরক্ষক টিম পাইনকে নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। দ্বিতীয় ওডিআইতে হ্যাজেলউডের পরিবর্তে জাই রিচার্ডসনের অভিষেক হতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ টেস্টে বল হাতে দারুণ ফর্মে ছিলেন হ্যাজেলউড। ইংলিশদের বিপক্ষে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জয়ে ২১টি উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতেও অস্ট্রেলিয়া দলে গুরুত্বপূর্ন একজন বোলার তিনি। কিন্তু এবার ভাইরাস জনিত সমস্যার কারণে প্রথম ওয়ানডের পর দ্বিতীয়টিতেও তাকে পাচ্ছে না স্বাগতিক দল। চিকিৎসার জন্য সিডনিতে পাঠানো হয়েছে তাকে। ফলে ব্রিসবেনের খেলাও মাঠের বারে বসে থেকে দেখতে হবে তাকে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়