ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘জিম্বাবুয়ের মতো’ খেলবে বাংলাদেশ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জিম্বাবুয়ের মতো’ খেলবে বাংলাদেশ

ম্যাচের আগের দিন মিরপুরে অনুশীলনে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে রীতিমতো নাকানিচুবানি খেয়েছিল জিম্বাবুয়ে। মাত্র ১৭০ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছিল ৮ উইকেটের বড় ব্যবধানে। সেই জিম্বাবুয়ে কাল পরের ম্যাচে যেন বদলে গেল পুরোদস্তুর। ২৯০ রানের বড় পুঁজি গড়ার পর শ্রীলঙ্কাকে হারাল ১২ রানে। ব্যাটিং, বোলিং ফিল্ডিং- তিন বিভাগেই দুর্দান্ত খেলেছে গ্রায়েম ক্রেমারের দল। এমন খেলা বাংলাদেশও শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে চায়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, 'জিম্বাবুয়ে কাল যে ব্র্যান্ডটা খেলেছে। আমাদের তো ওইভাবে খেলতে হবে। এমন না যে, জিম্বাবুয়ে ভালো না খেলে জিতেছে। ওরা যে ক্রিকেটটা খেলেছে, নির্দিষ্ট দিনে এমন ক্রিকেট না খেললে জেতা সম্ভব না। আমাদের সাথে শ্রীলঙ্কাও এমন খেলতে পারে। তাই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যাতে এমন পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর জিম্বাবুয়ে যে ক্রিকেটটা খেলেছে, আমাদের জিততে হলে ওই ক্রিকেটটাই খেলতে হবে।'

তবে অনুপ্রেরণাটা নিজেদের থেকেই নিচ্ছেন অধিনায়ক, 'আমাদের অনুপ্রাণিত করার ব্যাপার হচ্ছে আমরা কেমন খেলছি...। প্রথম ম্যাচে যেভাবে খেলেছি। কারণ, আল্টিমেটলি মাঠে নেমে আমরা কী খেলছি, সেটাই বুস্টআপ করতে পারবে। প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছি, আশা করি কালকেও যেন আমরা ওইভাবে পরিকল্পিত ক্রিকেট খেলতে পারি।'

শ্রীলঙ্কার এমন কিছু খেলোয়াড় আছে যারা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। প্রতিপক্ষকে নিয়ে তাই বেশ সতর্কই মাশরাফি, 'ওদের কিছু খেলোয়াড় আছে যারা খেলাটা গুড়িয়ে দিতে পারে। শ্রীলঙ্কার সেরা দল যখন, তখনও কুশল পেরেরা আমাদের বিপক্ষে সেঞ্চুরি করেছে, আমাদের সঙ্গে ওর কয়েকটা ভালো ইনিংস আছে। উপুল থারাঙ্গা অনেক সিনিয়র একজন ক্রিকেটার। চান্দিমাল অনেক দিন ক্রিকেট খেলছে। ওদের কিন্তু সামর্থ্য আছে।'

তাদের বিপক্ষে কীভাবে খেলতে হবে সেটাও জানিয়ে দিলেন অধিনায়ক, 'ওদের বিপক্ষে এমনভাবে খেলতে হবে আমরা যেন একটা স্কোর দাঁড় করাতে পারি। ব্যাটিং পরে করলে যেন ওদের কাজ কঠিন হয়। বোলিং আগে করলে আমরা কাজটা যেন এমনভাবে করি, আমাদের ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়।'

সিরিজে প্রতিপক্ষ দুই দলেরই অনেক খেলোয়াড়ের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে। তবে ঘরের মাঠের সুবিধাটা নিতে চান মাশরাফি, 'টুর্নামেন্ট শুরুর আগে একটা কথা বলেছিলাম, ফাইনালে যাওয়ার আগে ধারাবাহিক চারটা ম্যাচ জিতে যাওয়া, একটা-দুইটা ম্যাচ এদিক-ওদিক যদি হয়ে যায়, তাই ওইদিকেই ফোকাস থাকা উচিত। আমরা সেটাই চিন্তা করছি। যে দুইটা দলের বিপক্ষে খেলব, তাদের বেশিরভাগ খেলোয়াড়ের এখানে খেলার অভ্যাস আছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন এডভান্টেজটা আমরা বেশি নিতে পারি।'



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়