ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দলের খুশিতেই খুশি এনামুল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৯, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দলের খুশিতেই খুশি এনামুল

ক্রীড়া প্রতিবেদক: ‘অধিনায়ক হিসেবে সৌম্যকে আমি স্যালুট দিব, ও কোনো সময় স্বার্থপর ছিল না এবং কঠিন সময়ে সে দলের জন্য খেলেছে। যদি দেখেন, প্রথম দশ ওভারে কিভাবে খেলতে হবে সেটা ও মানিয়ে নিয়েছিল। এরকম কঠিন পরিস্থিতিতে অনেক সময় অনেকে চিন্তা করে যে আমি আমার খেলাটা কিছুক্ষণ খেলি। ও কিন্তু এই ধরণের ছিল না। দলের জন্য খেলতে গিয়ে পারফর্ম করতে পারেনি। এ কারণে বাইরে।’ - ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে এভাবেই সৌম্য বন্দনা করেছিলেন মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফির মতে, দলের কথা চিন্তা করে খেলার কারণে আজ দলের বাইরে সৌম্য! সৌম্যর প্রশংসায় মাতলেও মাশরাফি কড়া বার্তা দিয়েছিলেন অন্যান্য ক্রিকেটারদের। যেমনটা এনামুল হক বিজয়কে! অনেকেরই ভাবনা, এনামুল খেলেন নিজের জন্য!

একাধিকবার একাধিক প্রেস কনফারেন্স এমন ভাবনা উড়িয়ে দিয়েছেন ডানহাতি এ ওপেনার। আজও তাই করলেন আরেকবার,‘সব সময় চেয়েছি দল যেভাবে চায় সেভাবে নিজেকে উজার করে খেলতে। দল যেভাবে চায় সেভাবেই খেলছি।’

প্রথম দুই ম্যাচেই এনামুলের থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রত্যাশা করেছিল টিম ম্যানেজম্যান্ট। প্রথম ম্যাচে ১৪ বলে ১৯ ও দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে ৩৫ করে প্রত্যাশা মিটিয়েছেন। তবে বড় রান না করতে পারার আক্ষেপও রয়েছে তার,‘আমি সেট হয়ে চেষ্টা করি বড় রান করার জন্য। দুদিন সেট হয়েছি কিন্তু বড় রান করতে পারিনি। চেষ্টা করব বড় রান করার জন্য। চেষ্টা করছি প্রথম দশ ওভার ভালো ভাবে ব্যবহার করার জন্য।অবশ্যই ইনিংসগুলো বড় হলে খুব ভালো লাগবে।’

দ্রুত রান পাওয়ার ভাবনায় আক্রমণাত্মক ব্যাটিং করছেন এনামুল। নিজের সামর্থ্যের মধ্যেই ক্যালকুলেটিভ রিক্স নিয়ে রানের চাকা সচল রাখতে চান ডানহাতি এ ওপেনার।  তবে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংই তার একমাত্র মন্ত্র। প্রয়োজনে আক্রমণাত্মক হবে, প্রয়োজনে থিতু হয়ে থাকবেন। যে পরিস্থিতিতে যে ধরণের ব্যাটিং প্রয়োজন সেটাই করতে দৃঢ় প্রত্যয়ী এনামুল। ব্যাটিং ভাবনায় বড় পরিবর্তন আনা এ ক্রিকেটার বলেছেন,‘পরিস্থিতি অনুযায়ী খেলাটাই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় ক্যালকুলেটিভ রিস্ক নেয়াটা জরুরি। আমার খেলাটা আমি যেকোনো সময় পরিবর্তন করতে পারব। যদি দেখা যায়, উইকেটে অনেকগুলো তাড়াতাড়ি পড়ে গেছে তখন যতুটুক পারব ক্যারি করার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে যখন মারতে হবে তখন চেষ্টা করব পাওয়ার প্লে-তে মারার। যদি টেস্ট ক্রিকেট হয় তাহলে চেষ্টা করব লম্বা সময় ব্যাটিং করার। আমি আমার খেলার থেকে যেকোনো সময়ে বের হয়ে আসতে পারি।’

এনামুলের প্রথম দুই ম্যাচের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে। দলের প্রত্যেকেই খুশি। তাই এনামুলও খুশি,‘দল যেভাবে চেয়েছে সেভাবেই খেলেছি। সবাই ইতিবাচক আছে। সিনিয়র ক্রিকেটাররা বেশ সাপোর্ট করছেন। এ জিনিসটা খুবই ভালো লাগার বিষয়। আর দল জিতলে সবারেই খুব ভালো লাগে। দলে জেতার পিছনে কিছুটা ভূমিকা আছে সেটাই বড়। দল যেহেতু খুশি আছে, তাই আমি নিজেও খুশি।’



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়