ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দুটি মাইলফলকের হাতছানি তামিমের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ২২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুটি মাইলফলকের হাতছানি তামিমের

ক্রীড়া প্রতিবেদক: দারুণ ফর্মে তামিম ইকবাল। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে তুলে নিয়েছেন দারুণ দুই ফিফটি। ব্যাট হাতে ২২ গজের ক্রিজে তার পদতারণা মানেই রানের ফুলঝুড়ি। দেশসেরা এ ওপেনার এখন নিজেকে আরেকধাপ উপরে নিয়ে যাওয়ার অপেক্ষায়।

দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে তামিমের প্রয়োজন ৬৬ রান। আর নির্দিষ্ট কোনো ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হতে তামিমকে করতে হবে ৪২ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডেতে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। নতুন ঠিকানায় পৌঁছে তামিম ছিলেন বেশ উচ্ছ্বসিত। মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ক্রেমার, জারভিসদের বিপক্ষে মিরপুরেই ওয়ানডেত ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে পারেন কিনা সেটাই দেখার।

 


অন্যদিকে নির্দিষ্ট কোন ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হওয়ার জন্য তামিমের প্রয়োজন মাত্র ৪২ রান। ৬ হাজার রানের আগেই এ মাইলফলকটি উঁকি দিচ্ছে তামিমকে। মিরপুর শের-ই-বাংলায় তামিম ইকবালের রান ২ হাজার ৪৭৩। তামিমের উপরে আছেন শুধু সনাৎ জয়াসুরিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘মাতারা হারিকেন’ রান করেছেন ২ হাজার ৫১৪।

তামিম এরই মধ্যে ছাড়িয়ে গেছেন ইনজামাম-উল-হককে। শারজাহ স্টেডিয়ামে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক করেছেন ২ হাজার ৪৬৪ রান। সাকিব আল হাসানও খুব বেশি পিছিয়ে নেই। মিরপুরে সাকিবের রান ২ হাজার ৩১৮।

ড্যাশিং ওপেনার নিঃসন্দেহে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। তার সাফল্যের মুকুটে যোগ হওয়ার অপেক্ষায় আরও দুটি পালক।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়