ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্পিন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি : মুর

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পিন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি : মুর

ক্রীড়া ডেস্ক : চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের তিন ম্যাচের একটিতে জিতে এখনো ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখায় হারের পর আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ে। মাঠে নামার আগে দলের বিভিন্ন বিষয়ে কথা বলতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন জিম্বাবুয়ের মিডলঅর্ডার ব্যাটসম্যান পিটার মুর।

ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচে জিতে ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এবার স্বাগতিদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জিতে ফাইনালে উঠার সুযোগ রয়েছে জিম্বাবুয়ের। স্বাগতিদের বিপক্ষে জিতে ফাইনালে উঠতে পারার সম্ভাবনাকে কিভাবে দেখাছেন মুর। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি মনে করি এটা বড় ব্যাপার হবে। অবশ্যই আমরা এখানে ফাইনালে যাওয়ার স্বপ্ন নিয়ে এসেছি। আমাদের দলের সবাই বেশ আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে। আমরা আগামীকাল ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই।’

বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখায় ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে এমন বিপর্যয়ের পর দ্বিতীয় ম্যাচে ভালো করার জন্য কোন শক্তিকে পুঁজি করছে জিম্বাবুয়ে। এ প্রসঙ্গে মুর বলেন, ‘আমার মনে হয় প্রথম ম্যাচে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমি বিস্তারিত কিছু বলতে চাই না। তবে দ্বিতীয় ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে) পিস এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করেছি। আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে উইকেট অনেক বড় একটি ভূমিকা পালন করেছে এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হওয়ায় আমাদের মূ্ল্য দিতে হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে আমরা প্রমান করেছি যে আমরা যোগ্য। আমরা হতাশ নই। দ্বিতীয় ম্যাচে ভালো করার অনু্প্রেরণা নিয়ে আমরা আগামীকাল ভালো করতে চাই।’

গুরুত্বপূর্ণ সময়ে সেরাটা না দিতে পারলে ম্যাচ ফঁসকে যায়। বাংলাদেশের বিপক্ষে আগামীকাল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়গুলোতে ভালো করার ইঙ্গিত দিয়ে মুর বলেন, ‘ আমরা বাংলাদেশের বিপক্ষে বেশ সচেতন রয়েছি। ঘরের মাঠে তারা বেশ শক্তিশালী দল এবং শেষ কয়েক বছরে দেশের বাইরেও বেশ শক্তিশালী। আমরা জানি তারা স্পিনে বেশ ভালো। এটা বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। সেই সঙ্গে ডেথ ওভারে মুস্তাফিজ ও রুবেলকে নিয়েও তারা বেশ শক্তিশালী। সেটা মাথায় রেখেই আমরা অনুশীলন করছি। আমার মনে হয় আগামীকাল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমাদের ভালো করতে হবে এবং আমি বিশ্বাস করি আমরা সেটা করতে সক্ষম।’



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়