ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জয়াসুরিয়ার রেকর্ড ভাঙলেন তামিম

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়াসুরিয়ার রেকর্ড ভাঙলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক : ব্যাট হাতে দারুণ সময় কাটানো তামিম ইকবাল নিজেকে নিয়ে গেলেন আরেক উচ্চতায়। তার সাফল্যের মুকুটে যোগ হলো নতুন পালক।

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ওপেনার সনাৎ জয়াসুরিয়াকে টপকে তামিম এখন শীর্ষে । ওয়ানডেতে নির্দিষ্ট কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তামিম ইকবালের। মিরপুরে আজ জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত ৪২ রানে পৌঁছে তামিম ইকবাল ছাড়িয়ে গেছেন ‘মাতারা হারিকেন’কে।

মিরপুর শের-ই-বাংলায় ৭৪ ইনিংসে তামিমের রান ২ হাজার ৫১৫ (চলছে)। কলম্বোর আর প্রেমাসাদা স্টেডিয়ামে ৭০ ইনিংসে সনাৎ জয়াসুরিয়া করেছেন ২ হাজার ৫১৪।

তামিম পেছনে ফেলেছেন ইনজামাম-উল-হককেও। শারজাহ স্টেডিয়ামে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক করেছেন ২ হাজার ৪৬৪ রান। সাকিব আল হাসানও খুব বেশি পিছিয়ে নেই। মিরপুরে সাকিবের রান ২ হাজার ৩৬১ ।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওদের মাটিতে অভিষেক তামিমের। মিরপুর শের-ই-বাংলায় খেলতে তামিমকে অপেক্ষা করতে হয় ১৪তম ম্যাচ পর্যন্ত। মিরপুরে তামিম ইকবালের শুরুটা ৪৫ রান দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ব্যাট হাতে ধারাবাহিকভাবে দ্যুতি ছড়িয়ে যান হোম অব ক্রিকেটে।

এ মাঠে তার কীর্তি কম নয়। ক্যারিয়ারের নয় সেঞ্চুরির পাঁচটিই মিরপুরে। ২০১২ এশিয়া কাপে পরপর চার ম্যাচে চার হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০১৫ বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি তার। অনেক অর্জন থাকলেও এ মাঠে তিক্ত অভিজ্ঞতাও রয়েছে তার। ক্যারিয়ারের ১৬ ডাকের ৮টি যে হয়েছে পয়মন্ত ভেন্যুতে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়