ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাশারকে ছাড়িয়ে মাশরাফি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাশারকে ছাড়িয়ে মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা ও হাবিবুল বাশার সুমন

ক্রীড়া ডেস্ক : ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন ১৩ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার সুমন। তার সময়েই বাংলাদেশ ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় পেয়েছিল। তাই তাকে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কও বলা হয়।

কিন্তু আজ মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে হাবিবুল বাশারের চেয়ে কম ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে জয়ের দিক দিয়ে তাকে ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা। সেটা যেমন মোট জয়ের দিক দিয়ে, তেমনি জয়ের শতকরা হারের দিক দিয়েও।

বাশার ৬৯ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। জয় পেয়েছেন ২৯টিতে। হার ৪০টিতে। জয়ের শতকরা হার ৪২.০২। অন্যদিকে মাশরাফি এ পর্যন্ত ৫৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। তার মধ্যে জয় ৩০টিতে। হার ২১টিতে। ফল হয়নি ২টি ম্যাচে। জয়ের হার ৫৮.৮২।

জয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তিনি ৫০ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। তার সময়ে বাংলাদেশ জিতেছে ২৩ ম্যাচে। আর হেরেছে ২৬ ম্যাচে। ফল হয়নি ১টি ম্যাচে। সাকিব অবশ্য জয়ের হারের দিক দিয়ে হাবিবুল বাশার সুমনকে পেছনে ফেলেছেন। সাকিবের জয়ের হার ছিল ৪৬.৯৩।

মোহাম্মদ আশরাফুল বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৩৮ ম্যাচে। যেখানে বাংলাদেশ জিতেছে ৮টিতে। হেরেছে ৩০টিতে। মুশফিকুর রহিম নেতৃত্ব দিয়েছেন ৩৭ ম্যাচে। জয় ১১টিতে। হার ২৪টিতে। ফল হয়নি ২টি ম্যাচে। খালেদ মাসুদ পাইলট ৩০ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় এনে দিয়েছিলেন ৪টিতে। হার ২৪টিতে। ফল হয়নি ২টি ম্যাচে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়