ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুশ্চিন্তার নাম এখন মিডল অর্ডার!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুশ্চিন্তার নাম এখন মিডল অর্ডার!

ক্রীড়া প্রতিবেদক : তিন নম্বর পজিশনে কে ব্যাটিং করবে, তা নিয়ে দ্বিধায় ছিল টিম ম্যানেজমেন্ট। সেরা সময় কাটানো ওপেনার তামিম ইকবাল উইকেটে সেট হলে নিয়মিত রান করছেন। কিন্তু তিনে সেরা ব্যাটসম্যান না পাওয়ায় বড় হচ্ছিল না বাংলাদেশের স্কোর। এবং তা নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না।

সাকিব আল হাসানে সমাধান খোঁজার চেষ্টা চালায় বাংলাদেশ। দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে ত্রিদেশীয় সিরিজে তিনে নিয়ে আসে টিম ম্যানেজমেন্ট। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সাকিব তিনে নিজের জায়গা করে নেন ভালোমতোই। প্রথম তিন ম্যাচে তামিম করেছেন ফিফটি। সাকিব প্রথম ম্যাচের শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। তবে পরের দুই ম্যাচেই করেছেন ফিফটি। দুজন ধারাবাহিকভাবে রান করায় বাংলাদেশকে পড়তে হয়নি কোনো সমস্যায়।

কিন্তু আজ দুজনই একই সঙ্গে ফ্লপ! সাকিব রান আউট হয়েছেন দারুণ থ্রোতে। আর তামিম অসাধারণ ডেলিভারিতে দারুণ এক ক্যাচে। সাকিব ওপরে আসার পর থেকেই রান হচ্ছে না মিডল অর্ডারে। ব্যাটিং অর্ডারে গ্যাপ হয়ে যাচ্ছে কি না? এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেছেন, ‘মিডলে যারা খেলছে তাদের যে সামর্থ্য নেই, তা না। টপ অর্ডারে আমরা যেটা আশা করেছি, সেটা আজকে হয়নি বলে বেশ এক্সপোজড হয়েছে মিডল অর্ডার। অবশ্যই এতটা এক্সপোজড হবে কারোরই ভাবনাতে ছিল না।’   

টপ অর্ডার ভালো করায় মিডল অর্ডার নিয়ে ভাবনার প্রয়োজন হয়নি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে আজকের ব্যাটিং পারফরম্যান্সে নিশ্চয়ই উদ্বিগ্ন হবেন অধিনায়ক? তার কন্ঠে তেমনটাই শোনা গেল, ‘মিডলে ওরা সুযোগ পেয়েছিল। ওরা এর আগেও পরীক্ষার মুখোমুখি হয়েছিল। জিম্বাবুয়ের সাথেও তারা সুযোগ পেয়েছিল, কিন্তু ফেল করেছে। আজও ফেল করেছে। যদি বলি উদ্বিগ্ন, তাহলে ভুল হবে না। এখন মিডল অর্ডার ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে।’

তবে তাদের ওপরে অভিযোগের তীর ছুড়ছেন না অধিনায়ক। স্পষ্ট করেই বলেছেন, ‘তারা অনুশীলনে যেটা করছে, সেটা ঠিক হচ্ছে। কিংবা নেটে যেটা করছে, সেটা ঠিক হচ্ছে। কিন্তু মূল জায়গায় এসে প্রয়োগটা ঠিকমতো করতে পারছে না। মানসিকভাবে প্রস্তুত হতে হবে। পাশাপাশি ভাগ্যের সহায়তাও প্রয়োজন।’

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দলকে শিরোপা এনে দিতে ব্যাটসম্যানদের নিতে হবে বড় দায়িত্ব।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়