ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় ওয়ালটন

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ৩১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় ওয়ালটন

অর্থনৈতিক প্রতিবেদক : ১৩তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৮ তে ইন্ডাস্ট্রিয়াল সলিউশন নিয়ে প্রথমবারের মতো অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল সলিউশন ডিভিশন (ডব্লিউআইএসডি)।

প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব কারখানায় তৈরি প্রায় ১৪ ধরনের পণ্য ডিসপ্লে করেছে। এর মধ্যে রয়েছে- কেমিক্যাল কমপোনেন্ট, প্লাস্টিক কমপোনেন্ট, স্টিল কমপোনেন্ট, এলডিপি, এলজিপি, মোল্ড অ্যান্ড ডাই, স্ক্রু অ্যান্ড নাট ইত্যাদি।



ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল সলিউশন ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. ইবনে জাবেল জানান, বেশকিছু পণ্য রয়েছে যা দেশের বাইরে রপ্তানি করা হয়। এগুলো হচ্ছে- কেমিক্যল কমপোনেন্ট, প্লাস্টিক কমপোনেন্ট, এলডিপি ইত্যাদি।

তিনি বলেন, যেসব পণ্য আমদানি করতে হতো, এখন তা আমরা দেশেই তৈরি করছি। পণ্যগুলো বিশ্বমানের। মূলত বিষয়টি সকলের সামনে তুলে ধরতেই এ মেলায় আমাদের অংশ নেওয়া।



বুধবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশে দর্শনার্থীদের কোনো ফি দিতে হবে না।



এবারের মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৪৮০টি স্টল ১৫ ক্যাটাগরিতে অংশ নিয়েছে।

মেলার আয়োজন করেছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।



বিপিজিএমইএর সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৮/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়