ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আগে ব্যবধান কমাতে চায় শ্রীলঙ্কা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগে ব্যবধান কমাতে চায় শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : প্রথম দিনটি বাংলাদেশের জন্য দারুণ ছিল। দ্বিতীয় দিনটি হয়ে থাকল হতাশার। সেটা যেমন সুযোগ মিসের কারণে, তেমনি শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যানের দৃঢ়তায়ও। শূন্যরানে উইকেট হারিয়ে এরপর আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। কুশল মেন্ডিসের ৮৩ ও ধনঞ্জয়া ডি সিলভার ১০৪ রানে ভর করে ১ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে এখনো ৩২৬ রানে পিছিয়ে রয়েছে তারা।

দিনশেষে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন রঙ্গনা হেরাথ। তার কাছে টার্গেট জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ ৫ শতাধিক রান করেছে। আমরা ১ উইকেট হারিয়ে ১৮৭ করেছি। আমাদের প্রথম কাজ হবে যে ৩২৬ রানে পিছিয়ে রয়েছি সেটা কমানো। তারপর আমরা সিদ্ধান্ত নিব কী করা যায়। তবে উইকেট দেখে এখনো মনে হচ্ছে ব্যাটিং বান্ধব উইকেট। কালকে বোঝা যাবে যে উইকেট কেমন আচরণ করছে। যদিও আজ চা বিরতির পর স্পিনাররা কিছু কিছু টার্ন পাচ্ছিল। তৃতীয় দিনের পর হয়তো স্পিনাররা ভালো টার্ন পেতে শুরু করবে। তবে এখনো উইকেট ভালো আছে।’

মুমিনুলের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘মুমিনুল ১৭৬ রান করেছে। আমি মনে করি এটা তার জন্য বিশেষ একটা ইনিংস। বড় একটা অর্জন। মুশফিক ও মাহমুদউল্লাহও বেশ ভালো ব্যাট করেছে।’



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়