ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফ্রান্সে অভিবাসীদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সে অভিবাসীদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের বন্দর নগরী ক্যালিয়ানে আফগান ও ইরিত্রীয় অভিবাসীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

বিবিসি জানিয়েছে, গুরুতর আহত চারজনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সরকারি আইনজীবীর দপ্তর থেকে জানানো হয়েছে, লোহার টুকরা আঘাতে আরো ১৩ জন আহত হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তিনি জানিয়েছেন, সংঘর্ষের মাত্রা ছিল গুরুতর। আহতদের একজন পেছন দিক থেকে গলায় গুলিবিদ্ধ হয়েছে।

প্রায় দুই ঘন্টা ধরে চলা লড়াইটি শুরু হয়েছিল শহরের দক্ষিণাংশে। অভিবাসীরা খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে এক আফগান অভিবাসী গুলি ছুঁড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় প্রায় ১০০ ইরিত্রীয় ও ৩০ জন আফগান সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে শহরের ওই অংশ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি শিল্প এলাকায়। এসময় ১৫০ থেকে ২০০ ইরিত্রীয়কে মোকাবেলা করতে হয়েছে আফগানদের। পরে পুলিশ আফগানদের রক্ষায় হস্তক্ষেপ করে। ঘটনাস্থলে ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়