ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গার্দিওলার বার্সার রেকর্ড ভাঙল ভালভার্দের বার্সা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গার্দিওলার বার্সার রেকর্ড ভাঙল ভালভার্দের বার্সা

বার্সেলোনার বর্তমান ও প্রাক্তন কোচ আর্নেস্তো ভালভার্দে ও পেপ গার্দিওলা

ক্রীড়া ডেস্ক : পরাজয় চোখ রাঙাচ্ছিল। তবে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আট মিনিট আগে পিকের গোলে কাল কাতালান ডার্বিতে এসপানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। এতে লা লিগায় চলতি মৌসুমের শুরু থেকে বার্সেলোনার অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২২ ম্যাচে, যা ক্লাবের নতুন রেকর্ড।

আর্নেস্তো ভালভার্দের বার্সা ভেঙেছে পেপ গার্দিওলার বার্সার রেকর্ড। গার্দিওলার অধীনে ২০০৯-১০ মৌসুমের শুরু থেকে লিগে ২১ ম্যাচে অপরাজিত ছিল বার্সা। ২২তম রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলের হারে থেমেছিল বার্সার অপরাজেয় যাত্রা।

এই মৌসুমে বার্সা ২২ ম্যাচের মধ্যে ১৮টিতেই জিতেছে, ৪টি ম্যাচ হয়েছে ড্র। টানা সাত ম্যাচ জয়ের পর কাল এসপানিওলের মাঠে ড্র করে ভালভার্দের দল। ৫৮ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বার্সা।

লা লিগায় মৌসুমের শুরু থেকে ২২, ২৬, ২৭ ম্যাচে অপরাজিত থাকার নজির আছে রিয়াল মাদ্রিদের। তবে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা রিয়াল সোসিয়েদাদের। ১৯৭৯-৮০ মৌসুমে তারা ৩২ ম্যাচে অপরাজিত ছিল। বার্সা পারবে সোসিয়েদাদের রেকর্ড ভাঙতে?




রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়