ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পিচ নিয়ে খুশি লঙ্কান ব্যাটিং কোচ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিচ নিয়ে খুশি লঙ্কান ব্যাটিং কোচ

ক্রীড়া ডেস্ক : টেস্ট শুরুর আগেই জানা গিয়েছিল ঢাকার পিচ হবে স্পিনবান্ধব। কিন্তু একদিনে ১৪ উইকেট পরার পর মনে হচ্ছে উইকেট দুর্বোধ্য ও আনপ্লেয়াবল। তবে দিনশেষে এই পিচকে আনপ্লেয়াবল মনে করছেন না সামারাবিরা। তবে চট্টগ্রামের পিচের চেয়ে এই পিচ নিয়ে বেশি খুশি লঙ্কান কোচ।

দিনশেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবিরা বলেন, ‘তেমন কিছু না। আমি মনে করি এটা ঢাকার পিচই। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একই পিচে খেলেছে। আপনি এটাকে খেলার অনুপযুক্ত কিংবা আনপ্লেয়াবল বলতে পারেন না। তবে চট্টগ্রাম ও ঢাকার পার্থক্য খুবই বেশি। আসলে টেস্ট ক্রিকেট বর্তমান সময়ে মরে যাচ্ছে। সে কারণে আপনাকে এমন পিচ বানাতে হবে যেখানে ফল আসে। তবে চট্টগ্রামের চেয়ে এই পিচ নিয়ে আমি বেশি খুশি।’

এই পিচ নিয়ে খুশি হলেও শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছেন না। এমন পিচ শ্রীলঙ্কাকে বেশি সহায়তা দিবে কিনা জানতে চাইলে সামারাবিরা বলেন, ‘আসলে সেটা বলা কঠিন। কারণ, মিরপুর শ্রীলঙ্কার গলের মতো। বাংলাদেশ মিরপুরের উইকেট নিয়ন্ত্রণ করে। এই উইকেটে কোন দল ফেভারিট সেটা বলা কঠিন। তবে আমাদের যা করার তা আগামীকালই করতে হবে। প্রথম দুই ঘণ্টা আমাদের গুরুত্বপূর্ণ। এই সময়ে আমাদেরকে টাইট বোলিং করতে হবে। চাপ তৈরি করতে হবে। তাহলে এক-দুইটা বল টার্ন করবে। একটা সরাসরি যেতে পারে। এই উইকেট আমাদের ফেভার করছে কি না বলা কঠিন।’



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়