ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কথা রাখেনি পরিবহন সমিতি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কথা রাখেনি পরিবহন সমিতি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঢাকায় কোনো সংকট তৈরি হলেও গণ পরিবহনের গাড়ি চালানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতি। কিন্তু সে কথা তারা রাখেনি।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তা প্রায় ফাঁকা। সকালের দিকে গণ পরিবহনের কিছু গাড়ি রাস্তায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়। এরপর মাত্র দুএকটি বাস চোখে পড়েছে।

সকালে যারা অফিস করেছেন তাদের অনেককে পায়ে হেঁটে কর্মস্থলে যেতে হয়েছে। বিকেলেও পরিস্থিতি প্রায় একই। দেখা গেছে, অনেকে পায়ে হেটে বাসায় যাচ্ছেন। বিভিন্ন  মোড়ে অনেকে দাঁড়িয়ে আছেন গাড়ির আশায়। কোনো গাড়ি এলে সবাই হুমড়ি খেয়ে পড়ছেন।

কাকরাইল মোড়ে অফিস ফেরত এহসানুল নামে একজন বলেন, ‘সকালে হেটে অফিস এসেছি। সারা দিন কাজ করে বাসায় ফিরব, এখন গাড়ি পাচ্ছি না। শুধু ভোগান্তি।’

সাইদুল ইসলাম নামের আরেকজন বলেন, ‘সারাদিন আতঙ্কে ছিলাম। এখনো তা কাটছে না। রাতে কি হয় আল্লাহই জানেন। ঠিকমতো বাসায় যেতে পারলেই হয়। কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। রিকশাও বেশি ভাড়া চায়। দেখি, গাড়ি না পেলে হেটে বাসায় চলে যাব।’ 

দুর্নীতির মামলায় বৃহস্পতিবার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

বৃহস্পতিবার ঢাকায় বাস নামানোর বিষয়ে বুধবার পরিবহন মালিকরা একটি বৈঠকে বসেন। বৈঠকে বৃহস্পতিবার বাস চালাতে শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বুধবার বলেন, ‘ঢাকায় বাস চলবে। বাস বন্ধ রাখা হচ্ছে না। তবে খালেদার রায়কে কেন্দ্র করে কোনো প্রকার বাধা আসলে সে ব্যাপারে সতর্ক থাকবে পরিবহণের শ্রমিকরা।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে পরিবহন নেতারা কোনো মন্তব্য করতে রাজী হননি।




রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৮/নূর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়