ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টি-টোয়েন্টি দলে পাঁচ নতুন মুখ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টি দলে পাঁচ নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলো আজ। সফরকারীদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে ১৫ ও ১৮ ফেব্রুয়ারি।

ঢাকায় হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ পাঁচজন। তারা হলেন আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন।



টেস্ট সিরিজ মিস করা সাকিব আল হাসান চোট কাটিয়ে দলে ফিরেছেন। দলকে নেতৃত্বও দেবেন তিনি।  

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ সবশেষ খেলেছিল টি-টোয়েন্টি ম্যাচ। ওই স্কোয়াড থেকে সাতটি পরিবর্তন আনা হয়েছে এবারের স্কোয়াডে। বাদ পড়েছেন ইমরুল কায়েস, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মুমিনুল হক ও তাসকিন আহমেদ।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছেন ডাক পাওয়া নতুন ক্রিকেটাররা। আরিফুল হক পুরো বিপিএল-জুড়েই ছিলেন আলোচনায়। খুলনা টাইটান্সের হয়ে ১২ ম্যাচে ২৩৭ রান করা পেস অলরাউন্ডারকে একাদশে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।



খুলনার স্পিন অলরাউন্ডার আফিফ হোসেনও আলোচনায়। সদ্য শেষ হওয়া যুব বিশ্বকাপের উদীয়মান তারকা নির্বাচিত হন আফিফ। ডান হাতের স্পিন ও বাঁহাতের ব্যাটিংয়ে এরই মধ্যে ছড়িয়েছেন মুগ্ধতা। বিপিএলে খুলনার হয়ে করেছিলেন সাত ম্যাচে ৯৫ রান।

খুলনার আরেক ক্রিকেটার হলেন পেসার আবু জায়েদ রাহী। সিলেটের সন্তান রাহী বিপিএলে ১৮ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার। 

গেইল-ম্যাককালামদের নাকানিচুবানি খাওয়ানো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মেহেদী হাসান সুযোগ পেয়েছেন স্পিনার হিসেবে। আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে আছেন রাজশাহীর জার্সিতে দ্যুতি ছড়ানো জাকির হাসান।



প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন পেসার আবু হায়দার রনি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর রনি খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে বাদ পড়ে যান অল্পদিনেই। এবার ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়ে আবার আলোচনায় আসেন। নির্বাচকরা তাকে আরেকটি সুযোগ তৈরি করে দিয়েছেন। এবারের সুযোগটি কাজে লাগাতে পারেন কি না, সেটাই দেখার। 

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/শামীম/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়