ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মণিরামপুরে বানিজ্যিকভাবে রসুন চাষ বেড়েছে

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মণিরামপুরে বানিজ্যিকভাবে রসুন চাষ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের মণিরামপুরে এবছর বানিজ্যিকভাবে রসুনের আবাদ বেড়েছে। গত কয়েক বছর  ফলন ভাল হওয়ায় রসুন আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের।

শুধুমাত্র মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকাতেই এবছর ৩৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে রসুনের। রাজগঞ্জের ঝাপা ইউনিয়নের খালিয়া, চন্ডিপুর, হানুয়ার, হেলাঞ্চি গ্রামে এখন বাণিজ্যিকভাবেই রসুন আবাদ হচ্ছে।

এখানের কৃষক হাবিবুর রহমান জানান, রোপনকৃত রসুন গাছের বয়স ইতিমধ্যে প্রায় তিন মাস পার হয়েছে।  ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে এ ফসলটি তোলা যাবে। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর রসুনে ভাল লাভ হবে বলে আশা করছেন তিনি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, এখন চাষিরা খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে৷ বিস্তীর্ণ মাঠে শুধু সবুজের সমারোহ। খালিয়া গ্রামের রসুন চাষি আবু কালাম মিস্ত্রী ও সিরাজুল ইসলাম জানান, এক সময় তারা কয়েকজন এই গ্রামে রসুন চাষ শুরু করলেও এখন এ গ্রামে রসুন চাষির সংখ্যা বেড়েছে। এ গ্রামসহ আশপাশের ৪/৫টি গ্রামেই বাণিজ্যিকভাবে রসুন চাষ হচ্ছে।

তারা জানান, রসুন আবাদে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। ফলন ভাল হলে বিক্রি হতে পারে ৩৫ থেকে ৪০ হাজার টাকা৷

কৃষক জহির উদ্দিন, ছিদ্দিকুর রহমান, বিশ্বজিত কুমার জানান, কৃষি কর্মকর্তাদের পরামর্শে তারা গত কয়েক বছর ধরেই রসুনের চাষ করে সফল হয়েছেন৷ বেশ লাভও হয়েছে তাদের। এবছরও ভাল ফলন পাবেন বলে তারা আশাবাদী।

স্থানীয় উপসহকারি কৃষি কর্মকর্তা পলাশ সরকার জানান, কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা এখন রসুনের আবাদে আগ্রহী হয়ে উঠেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।



রাইজিংবিডি/যশোর/১২ ফেব্রুয়ারি ২০১৮/বি এম ফারুক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়