ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে ভারতের ইতিহাস

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে ভারতের ইতিহাস

ক্রীড়া ডেস্ক: ছয় ম্যাচ ওয়ানডের প্রথম তিনটিতে দাপটে জয়ের পর সিরিজ নির্ধারণী চতুর্থ ম্যাচে ভারতের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি।

বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচে ভারত হারলেও গতকাল রাতে পঞ্চম ওয়ানডেতে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। আর এ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া।

পোর্ট এলিজাবেথে গতকাল রাতের ম্যাচে ভারত জয় পেয়েছে ৭৩ রানে। টস হেরে স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান করে ভারত। জবাবে ভারতীয় স্পিনারেদের ঘূর্নি বলে পথ হারিয়ে ২০১ রান তুলতেই অলআউট হয়েছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের শুরু থেকেই নিষ্প্রভ ছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তবে গতকাল রাতে দলের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠলেন তিনি। আগে ব্যাট করতে নেমে দলীয় ৪৮ রানেই ওপেনার শিখর ধাওয়ানকে হারায় ভারত। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক কোহলিকে সঙ্গে নিয়ে ১০৫ রানের জুটিতে সফরকারীদের অনেক দূর এগিয়ে দেন রোহিত। রানআউটের খড়গে ব্যক্তিগত ৩৬ রানে কোহলির আউটের পর একইভাবে ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে।

তবে অন্যদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে গতকাল রাতে একাই ভারতকে টেনেছেন রোহিত শর্মা। দলের হয়ে সর্বোচ্চ ১১৫ রানের ইনিংসে ভারতকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন মূলত তিনিই। ১২৬ বল মোকাবিলায় ১১ চার ও ৪ ছক্কায় এ ইনিংস খেলেন রোহিত। শেষদিকে ৩০ রানের ইনিংস খেলেন শ্রেয়াস আয়ার।

জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল অসাধারণ। দুই ওপেনার হাশিম আমলা ও অ্যাইডেন মারক্রাম ৫২ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩২ রানে মারক্রাম ফেরার পর মাত্র ১ রান করে পান্ডিয়ার বলে সাজঘরে ফিরে যান ওয়ানডাউনে নামা জেপি ডুমিনি। ওপেনার হাশিম আমলার ইনিংসে ভর করে প্রোটিয়ার জয়ের স্বপ্ন দেখলেও ব্যক্তিগত ৭১ রানের মাথায় রানআউটের খড়গে পড়েন তিনি।

ব্যাট হাতে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংসটি খেলেন আমলাই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন হেনরিখ ক্লাসেন। ৩৬ রানের ইনিংস খেলে যুভেন্দ্র চাহালের বলে বোল্ড হয়েছেন ডেভিড মিলার। বাকিদের মধ্যে আরে কেউ দুই অঙ্ক ছুঁতে না পারায় দলীয় ২০১ রানেই থামে প্রোটিয়াদের ইনিংস।

বল হাতে ভারতের কুলদীপ যাদব সর্বোচ্চ ৪টি উইকেট নেন। যুভেন্দ্র চাহাল ও হার্ডিক পান্ডিয়া পান ২টি করে উইকেট।

আগামী ১৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে ছয় ম্যাচ ওয়ানডের শেষটিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়