ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃক্ষ রোপনে ৬০ হাজার সেনা ব্যবহার করবে চীন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃক্ষ রোপনে ৬০ হাজার সেনা ব্যবহার করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক : গাছ রোপণ করতে ৬০ হাজারেরও বেশি সেনা ব্যবহার করতে যাচ্ছে চীন। এই সেনাদের বড় অংশটি নেওয়া হবে পিপলস লিবারেশন আর্মি থেকে এবং বাকীদের নেওয়া হবে সশস্ত্র পুলিশ বিভাগ থেকে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি দেশের অভ্যন্তরে গাছ লাগানোর জন্য উত্তর সীমান্ত থেকে এসব সেনাকে প্রত্যাহার করে নিয়ে আসা হয়েছে। এসব সেনা সদস্যের অধিকাংশ কাজ করবে হেবেই প্রদেশে। রাজধানী বেইজিংকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এই হেবেই প্রদেশ। এই প্রদেশেই সবচেয়ে বেশি ধোঁয়া উৎপন্ন হয়, যা রাজধানীর আকাশকে প্রায় অন্ধকারাচ্ছন্ন করে রাখে।

চলতি বছরের শেষ নাগাদ ৮৪ হাজার বর্গকিলোমিটার এলাকায় চীনের ব্যাপক বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে। হেবেই প্রদেশে বৃক্ষ রোপন সেই পরিকল্পনারই অংশ।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়