ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এফএ কাপের শেষ আটে ম্যানইউ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এফএ কাপের শেষ আটে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক: এভারটন থেকে ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে জানান দিয়ে চলছেন রোমেলু লুকাকু। এবার এফএ কাপের ম্যাচে হুদার্সফিল্ড টাউনের বিপক্ষে ম্যানইউর ২-০ ব্যবধানের জয়ে জোড়া গোল পেয়েছেন তিনি। আর এ জয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে হোসে মরিনহোর দলটির।

শনিবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা এফএ কাপের ম্যাচে ঘরের মাঠ জন স্মিথ স্টেডিয়ামে ম্যানইউকে স্বাগত জানায় হুদার্সফিল্ড। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দেন লুকাকু। বল মাঠে গড়ানোর ৩ মিনিটে মাতার বাড়ানো বল নিয়ে স্বাগতিকদের জালে বল পাঠান লুকাকু। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যায় ম্যানইউ।

বিশ্রাম শেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের ওপর চাপ অব্যাহত রাখে ম্যানইউ। আক্রমণে এগিয়ে থাকায় ম্যাচের ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলের ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ম্যানইউতে যোগ দেওয়া অ্যালেক্সিস সানচেজের পাস পেয়ে দারুণ ক্ষিপ্রতায় হুদার্সফিল্ডোর জালে বল পাঠান বেলজিয়ান এ তারকা। শেষপর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় রেড ডেভিলসরা।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়