ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কোয়ার্টারে ম্যানইউর প্রতিপক্ষ ব্রাইটন, চেলসির লিস্টার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোয়ার্টারে ম্যানইউর প্রতিপক্ষ ব্রাইটন, চেলসির লিস্টার

ক্রীড়া ডেস্ক : এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ব্রাইটন ও লিস্টার সিটি। এখনো চারটি দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত না হলেও ড্র হয়েছে শনিবার রাতে। সেই ড্র্রতে ম্যানচেস্টার ইউনাইটেড শেষ চারে যাওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ব্রাইটনকে। অন্যদিকে চেলসি পেয়েছে লিস্টার সিটিকে।

যে ম্যাচগুলোর খেলা বাকি রয়েছে সেটারও ড্র হয়েছে। পঞ্চম রাউন্ডে শেফিল্ড ও সোয়ানসি সিটির ম্যাচের বিজয়ী দল রোচডেলে অথবা টটেনহ্যামের মুখোমুখি হবে। উইগান ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনাল খেলবে সাউদাম্পটনের বিপক্ষে।

তবে বড় কোনো অঘটন না ঘটলে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে চেলসি, ম্যানইউ, টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটি। ১৬ থেকে ১৯ মার্চ হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ।

শনিবার রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে হাডার্সফিল্ড টাউনকে। মরিনহোর দলের হয়ে জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু। অন্যদিকে চেলসি তাদের পঞ্চম রাউন্ডে ৪-০ গোলে হারিয়েছে হালসিটিকে।

তথ্যসূত্র : বিবিসি ও মিরর



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়