ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২০৩ রানে ভারতের দুই রেকর্ড

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০৩ রানে ভারতের দুই রেকর্ড

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে ভারত। আজ রোববার জোহানেসবার্গে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে সফরকারীরা।

এই রান করার মধ্য দিয়ে নতুন দুটি রেকর্ড গড়েছে ভারত। একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের। অপরটি পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের।

(এক) এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ২০০ এর বেশি রান করল ভারত। এর আগে কখনোই প্রোটিয়াদের বিপক্ষে ২০০ কিংবা তার বেশি রান করতে পারেনি টিম ইন্ডিয়া।

(দুই) টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৭৮ রান সংগ্রহ করে ভারত। যা তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুরে পাওয়ার প্লেতে তারা তুলেছিল ৭৭ রান। আজ সেটাকে পেছনে ফেলে তুললো ৭৮ রান।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়