ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অ্যাসেনসিও-রোনালদোর গোলে রিয়ালের জয়

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাসেনসিও-রোনালদোর গোলে রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে জয়ের ধারা লা লিগার ম্যাচেও অনুসরণ করল রিয়াল মাদ্রিদ। লিগে রিয়াল বেতিসের বিপক্ষে ৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে দলটির বিপক্ষে মৌসুমে প্রথম দেখায় হারের প্রতিশোধ নিলো লস ব্লাঙ্কোসরা।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৫-৩ ব্যবধানে। রিয়ালের এ জয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন মার্কো অ্যাসেনসিও। একটি করে গোল করেছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ডিফেন্ডার সার্জি রামোস। এছাড়া সম্প্রতি গোল খরায় ভুগতে থাকা রিয়ালের ফরোয়ার্ড করিম বেনজেমাও একটি গোলের দেখা পেয়েছেন।

এস্তাদিও বেনিতো ভিল্লামারিনে শুরুতে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচে  ১১ মিনিটে রোনালদোর জোরালো শট ফিরিয়ে দেন রিয়াল বেতিসের গোলরক্ষক। কিন্তু ফিরতি প্রচেষ্টায় হেডে স্বাগতিকদের জালে বল পাঠিয়ে দেন অ্যাসেনসিও। তবে নিজেদের মাঠে ম্যাচের ৩৩ মিনিটেই সমতায় ফেরে রিয়াল বেতিস। এ সময় দলটিকে গোল এনে দেন আইস মদি। এর ৪ মিনিট পর নাচো ফের্নান্দেসের আত্মঘাতি গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে  রিয়াল।

 


দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০ মিনিটে অসাধারণ এক হেডে রিয়ালকে আবারও সমতায় ফেরান রামোস। এরপর ম্যাচের ৫৯ মিনিটে দারুণ আক্রমণে ফের এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের সহায়তায় এ সময় নিজের দ্বিতীয় গোলের দেখা পান রিয়াল তারকা অ্যাসেনসিও। ম্যাচের ৬৫ মিনিটে সতীর্থদের গোল পাওয়ার মিছিলে যোগ দেন রোনালদো। ক্যাসেমিরোর বাড়ানো বল ডি বক্সে দারুণ দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে রিয়াল বেতিসের জালে বল পাঠান পর্তুগিজ এ সুপারস্টার।

ম্যাচের ৮৫ মিনিটে স্বাগতিক ফুটবলার সার্জিও লিওন গোল করে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেন। তবে যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে করিম বেনজেমা গোল করে সফরকারীদের ৫-৩ ব্যবধানে এগিয়ে দিলে রিয়াল শিবিরে স্বস্তি ফেরে। শেষ মুহুর্তের এই গোলে ৫-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় জিনেদিন জিদানের দলটি।

লা লিগায় এ জয়ে ২৩ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৬২ পয়েন্ট নিয়ে এবারের মৌসুমে লিগে অপরাজিত বার্সেলোনা রয়েছে টেবিলের শীর্ষে। বার্সার সমান ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানটি অ্যাটলেটিকো মাদ্রিদের দখলে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়