ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন ধোনি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনির আরো এক রেকর্ড

ক্রীড়া ডেস্ক : আরো একটি রেকর্ড ভাঙলেন মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড এখন তারই।

ধোনি ভেঙেছেন কুমার সাঙ্গাকারার রেকর্ড। ২৫৪ ম্যাচে ১৩৩ ক্যাচ নিয়ে এতদিন রেকর্ডটা ছিল শ্রীলঙ্কান গ্রেট সাঙ্গাকারার।

জোহানেসবার্গে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভুবনেশ্বর কুমারের বলে রিজা হেনড্রিকসের ক্যাচ নিয়ে সাঙ্গাকারাকে ছাড়িয়ে যান ধোনি। ২৭৫ ম্যাচে ধোনির ক্যাচ-সংখ্যা এখন ১৩৪।

ভারতের ২৮ রানে জয়ের এই ম্যাচের আরো কিছু কীর্তি দেখে নেওয়া যাক এক নজরে

*প্রথম ভারতীয় পেসার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট (৫/২৪) নিয়েছেন ভুবনেশ্বর কুমার। পেসার ও স্পিনার মিলিয়ে তিনি দ্বিতীয়। গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম ভারতীয় বোলার হিসেবে পাঁচ উইকেট নিয়েছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।

*ক্রিকেটের তিন ফরম্যাটেই পাঁচ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন ভুবনেশ্বর। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতে পাঁচ উইকেট আছে চাহালের। এখনো কোনো টেস্ট ম্যাচ খেলা হয়নি তার।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়