ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবার রেটিং পয়েন্টের রেকর্ড গড়লেন কোহলি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার রেটিং পয়েন্টের রেকর্ড গড়লেন কোহলি

বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক : ওয়ানডে ব্যাটসম্যানদের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে আইসিসি। র‌্যাঙ্কিংয়ের গেল ২৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষেই অবস্থান করছেন বিরাট কোহলি। ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯০০ এর উপরে রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ ম্যাচ ওয়ানডে সিরিজে ৫৫৮ রান করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেঞ্চুরি করেছেন তিনটি। তিন ম্যাচে ছিলেন অপরাজিত। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে ৩৩ রেটিং পয়েন্ট পেয়েছেন কোহলি। তাতে তার মোট রেটিং পয়েন্ট হয়েছে ৯০৯। সবশেষ ১৯৯১ সালে অস্ট্রেলিয়ার ডিন জোন্স আইসিসি র‌্যাঙ্কিংয়ে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছিলেন। তার ২৭ বছর পর কোহলি ৯০৯ রেটিং পয়েন্ট অর্জন করলেন। যা সর্বকালের সপ্তম সর্বোচ্চ রেটিং পয়েন্ট।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়ার দিক দিয়ে শীর্ষে আছেন;
স্যার ভিভ রিচার্ডস (৯৩৫ রেটিং, ১৯৮৫),
দ্বিতীয় পাকিস্তানের জহির আব্বাস (৯৩১ রেটিং, ১৯৮৩),
তৃতীয় অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল (৯২১ রেটিং, ১৯৮১),
চতুর্থ ইংল্যান্ডের ডেভিড গাওয়ার (৯১৯ রেটিং, ১৯৮৩),
পঞ্চম অস্ট্রেলিয়ার ডিন জোন্স (৯১৮ রেটিং, ১৯৯১),
ষষ্ঠ পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ (৯১০ রেটিং, ১৯৮৭),
সপ্তম ভারতের বিরাট কোহলি (৯০৯ রেটিং, ২০১৮)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে কোহলির রেটিং পয়েন্ট ছিল ৮৭৬। যা ছিল সর্বকালের ১৮তম সেরা রেটিং। সিরিজ শেষে ৩৩ রেটিং পয়েন্ট পাওয়ায় তার মোট রেটিং হয়েছে ৯০৯। যা সর্বকালের সপ্তম সেরা রেটিং।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়