ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দলে সুযোগ না পেয়ে পাকিস্তানের ক্রিকেটারের আত্মহত্যা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দলে সুযোগ না পেয়ে পাকিস্তানের ক্রিকেটারের আত্মহত্যা

ক্রীড়া ডেস্ক : ভুল পথে পা বাড়িয়ে নিজের জীবন বিসর্জন দিলেন পাকিস্তানের এক তরুণ ক্রিকেটার।

‘বয়স বেশি’- এমন অভিযোগে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ হয়নি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির হানিফের ছেলে মোহাম্মদ জারিয়াবের। সুযোগ না পেয়ে সোমবার আত্মহত্যা করেছেন জারিয়াব। তবে তার বাবা আমির হানিফের দাবি, ‘কোচ ও অনূর্ধ্ব-১৯ দলের সংশ্লিষ্টরা চাপ প্রয়োগ করে ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেছে।’

আমির হানিফ ৯০-এর দশকে পাকিস্তানের হয়ে খেলেছেন পাঁচটি ওয়ানডে। এ ছাড়া ১৬১ প্রথম শ্রেণির ম্যাচ ও ১৫৯ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।  উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থী জারিয়াব আমির হানিফের বড় ছেলে।



গত জানুয়ারিতে লাহোরে অনুষ্ঠিত এক টুর্নামেন্টে করাচিকে প্রতিনিধিত্ব করেন জারিয়াব। কিন্তু চোটের কারণে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তরুণ ক্রিকেটার বাড়িতে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন। তাকে বলা হয়েছিল, ‍সুস্থ হলে আবারো তাকে দলে নেওয়া হবে। কিন্তু এবার তাকে বাদ দেওয়া হয় ‘বয়স বেশি’র অভিযোগে।

আমির হানিফ তার ছেলের আত্মহত্যার খবর নিশ্চিত করে বলেছেন, ‘আমার ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কোচ এবং যারা এ দেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দেখছে, তারা বাধ্য করেছে। আমার ছেলেকে চাপ দেওয়া হয়েছে।  ওর প্রতি কোচের ব্যবহার ছিল নেতিবাচক। আমি অন্যান্য ছেলেদের প্রতি নজর রাখার অনুরোধ করছি।’

তথ্যসূত্র : জিও নিউজ।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়