ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উইন্ডিজের বোলিং কোচ থমাস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইন্ডিজের বোলিং কোচ থমাস

আলফনসো থমাস

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার আলফনসো থমাসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপ বাছাইপর্ব এবং এ বছরের শেষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে কোচিং ও সাপোর্ট স্টাফে ব্যাপক পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

প্রাক্তন ক্যারিবীয় লেগ স্পিনার রাওল লুইসকে টিম ম্যানেজার করা হয়েছে। ২০১৬ সালে ভারতে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অপারেশনস ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন লুইস।

প্রধান কোচ স্টুয়ার্ট ল’র দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন আরো দুজন- টিম ফিজিও ডেভিড কেরশো ও স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ কোরি বুকিং।

৪১ বছর বয়সি থমাস দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, ২০০৭ সালে। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আইপিএল, বিবিএল ও বিপিএলের মতো ঘরোয়া টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

২২৫ টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেটসংখ্যা ২৬৩। সমারসেটের প্রাক্তন সীমিত ওভারের অধিনায়ক থমাস টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন নবম স্থানে।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়