ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিউই ওয়ানডে দলে ফিরলেন সোধি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিউই ওয়ানডে দলে ফিরলেন সোধি

আট মাস পর নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন ইশ সোধি

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে ফিরেছেন ইশ সোধি।

২৫ বছর বয়সি এই লেগ স্পিনার সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে মে মাসে। দলের প্রথম সারির স্পিনারদের ফিটনেস শঙ্কায় তাকে নেওয়া হয়েছে।

জানুয়ারিতে পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা দলের প্রায় সব খেলোয়াড়ের ওপরই আস্থা রেখেছে নিউজিল্যান্ড। শুধু ব্যাটসম্যান জর্জ ওয়াকার ও ফাস্ট বোলার সেথ রান্স বাদ পড়েছেন।

আগামী ২৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় ম্যাচ হবে ২৮ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ড দল:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিপ, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মানরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়