ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজিনকে টপকে রেকর্ড গড়লেন রশিদ খান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজিনকে টপকে রেকর্ড গড়লেন রশিদ খান

ক্রীড়া ডেস্ক : সাফল্য যেন রশিদ খানের পিছু ছাড়ছে না। একের পর এক সাফল্য ধরা দিচ্ছে খুব সহজেই।

তার লেগ স্পিনে কাঁপছে গোটা ক্রিকেট-বিশ্ব। বল হাতে অসাধারণ সাফল্য তাকে দিয়েছে বাড়তি দায়িত্ব। ২০১৯ বিশ্বকাপের টিকিট পেতে বাছাইপর্ব খেলতে হচ্ছে আফগানিস্তানকে। সীমিত পরিসরে চমক দেখানো দলটির অধিনায়ক আসগর স্টানিকজাই অসুস্থ। তার পরিবর্তে আজ আফগানিস্তানের হয়ে টস করেছেন রশিদ খান। বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব মাঠে বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান।

টস করতে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে গেলেন ১৯ বছর বয়সি লেগ স্পিনার রশিদ খান। আর এ রেকর্ড গড়তে রশিদ খান পেছনে ফেলেছেন বাংলাদেশের রাজিন সালেহকে।

২০০৪ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ২০ বছর ২৯৭ দিন বয়সে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়েছিলেন রাজিন সালেহ। ১৯ বছর ১৬৫ দিন বয়সে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়ে রাজিনের রেকর্ড ভাঙলেন রশিদ খান।



আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে হাতের আঙুলের ইনজুরিতে পড়েন অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তাই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব বর্তায় রাজিনের কাঁধে।  তবে ২ ম্যাচের বেশি অধিনায়কত্ব করার সুযোগ পাননি রাজিন।

২০১৭ সালে রশিদ খান আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন। এবার তার কাঁধে নিজ দলের দায়িত্ব। রোমাঞ্চে থাকা রশিদ খান দলকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যেতে পারেন কি না, সেটাই দেখার।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক
 

নাম

দেশ

বয়স

রশিদ খান

আফগানিস্তান

১৯ বছর ১৬৫ দিন

রাজিন সালেহ

বাংলাদেশ

২০ বছর ২৯৭ দিন

রডনি ট্রট

বারমুডা

২০ বছর ৩৩২ দিন

টাটেন্ডা টাইবু

জিম্বাবুয়ে

২০ বছর ৩৪২ দিন

নবাব পৌতদি

ভারত

২১ বছর ৭৭ দিন



রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়