ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই কেজি সোনাসহ পাচারকারী আটক

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৭, ৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই কেজি সোনাসহ পাচারকারী আটক

ফাইল ফটো

সাতক্ষীরা সংবাদদাতা : ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তের বাদামতলা থেকে দুই কেজি ওজনের সোনার বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভোমরাগামী ইঞ্জিনভ্যানে যাত্রী হিসেবে প্যাকেটে রেখে ওই সোনা পাচার করা হচ্ছিল। আটক চোরাকারবারি সাতক্ষীরা সদরের ভাড়খালী গ্রামের গোলাম সরোয়ারের ছেলে আজিজ হাসান।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার শফিয়ার রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবির সদস্যরা বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলা এলাকায় অবস্থান নেয়।

ইঞ্জিনভ্যানটি মাহমুদপুর ও বাদামতলার মাঝামাঝি স্থানে এলে চ্যালেঞ্জ করলে  ভ্যান চালক লাফিয়ে দ্রুত পালিয়ে যায়। ভ্যানে থাকা যাত্রীকে চ্যালেঞ্জ করলে তার কাছে থাকা প্যাকেটে ওই সোনার বার পাওয়া যায়।

ঘটনাস্থলে পৌঁছে বিজিবির ৩৮ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক ওজনে ২ কেজি ১৬৬ গ্রাম সোনা পাওয়া গেছে। পরে জুয়েলারি দোকানে নিয়ে এর সঠিক ওজন জানা যাবে। এর দাম ১  কোটি ২০ লাখ টাকারও বেশি বলে জানান তিনি।

এ ব্যাপারে বিজিবির পক্ষ খেকে থানায় মামলা করা হবে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/৯ মার্চ ২০১৮/এম.শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়