ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কালো ব্যাজ পরে নামবে বাংলাদেশ দল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালো ব্যাজ পরে নামবে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক : নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে মুহ্যমান বাংলাদেশর পুরো ক্রিকেট দল।

নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে জাতীয় ক্রিকেট দল। আগামীকাল ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে মাহমুদউল্লাহ-মুশফিকরা। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, বাংলাদেশ দল কাল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমু্দউল্লাহ বলেছেন,‘আমরা যখন খবরটা শুনলাম, খুবই মর্মাহত হয়েছি। শুনেছি সেখানে ৩৫ থেকে ৪০ জনের মতো বাংলাদেশি ছিলেন। খুবই মর্মান্তিক । তারা কারও না কারও খুব কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবার পরিজনের এই শোক বহন করার ক্ষমতা দেন, এ দোয়া করি।’

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিটি ক্রিকেটার আকস্মিক দূর্ঘটনায় নিজেদের শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   

প্রসঙ্গত, গতকাল সোমবার ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে নেপালের কাঠমান্ডুগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়