ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হারের কারণ জানালেন সাকিব

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হারের কারণ জানালেন সাকিব

ক্রীড়া ডেস্ক : ১৮তম ওভার। অসাধারণ বল করলেন মুস্তাফিজ। মেডেনসহ নিলেন ১ উইকেট।

শেষ দুই ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ৩৪ রান। দিনেশ কার্তিক মাঠে নামলেন। রুবেলের প্রথম বলেই লং অন দিয়ে ছক্কা হাঁকালেন। পরের বলে একই জায়গা দিয়ে চার মারলেন। পরের বলে স্কয়ার লেগ দিয়ে ছক্কা। চতুর্থ বল ডট। পঞ্চম বলে ২ রান। শেষ বলে আবার চার। তাতে হয় ২২ রান হয়।

শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ১২ রান। সৌম্যর করা শেষ ওভারের প্রথম ৫ বলে ৭ রান নিল ভারত। জিততে শেষ বলে প্রয়োজন ৫ রান। স্ট্রাইকে কার্তিক। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়ন বানান তিনি। রোববার কলম্বোতে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ হেরে যায় ৪ উইকেটে।

ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন, ‘১৮ ও ১৯তম ওভারে আমরা আমাদের সেরা দুইজন বোলারকে ব্যবহার করতে চেয়েছি। রুবেল যদি তার ওভারে ১৫ রানও দিত, তাহলেও ম্যাচটি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারতাম। অবশ্য রুবেল তার লেংথ মিস করেনি।’

সাকিব আরো বলেন,  ‘ক্রেডিট দিতে হবে দিনেশ কার্তিককে। সে মাঠে আসল এবং প্রথম বলেই ছক্কা হাঁকাল। আমরা জানতাম, ১৬৬ রান ডিফেন্ড করার জন্য যথেষ্ট নয়। তারপরও আমরা আশাবাদী ছিলাম। সবাই তাদের সেরাটা দিয়েছে। শতভাগ দিয়ে খেলেছে। হার মানাটা কষ্টের। তবে আমরা ভালো খেলেছি।’

মেহেদী হাসান মিরাজকে দিয়ে মাত্র ১ ওভার করানোর বিষয়ে সাকিব বলেন, ‘এটা পূর্বপরিকল্পিত ছিল। তাকে আমরা বল করাতে চেয়েছিলাম। তবে আমাদের সব বোলারাই বল করতে পারে। তবে এই হার থেকেও আমরা অনেক ইতিবাচক কিছু শিখেছি। হয়তো একদিন আমরা বিজয়ী দল হব।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়