ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তোমার জন্য তোমার দেশ গর্বিত, রুবেলকে ব্রেট লি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তোমার জন্য তোমার দেশ গর্বিত, রুবেলকে ব্রেট লি

ক্রীড়া ডেস্ক : নিদাহাস ট্রফির ফাইনালে জয়ের সুযোগ তৈরি করেও শেষ মুহূর্তের নাটকীয়তায় হতাশা নিয়ে ফিরেছে বাংলাদেশ।

পুরো ম্যাচটা মুহূর্তের মধ্যে বদলে দেয় রুবেলের ১৯তম ওভার। তাইতো সবার চোখে রুবেল হয়ে উঠলেন ভিলেন। রুবেল নিজেই এই দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন দেশের সকল ক্রিকেট ভক্তদের কাছে। তবে দুঃখ না পেয়ে রুবেলকে মাথা উঁচুতে রাখার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি।

ডেথ ওভারে কার্তিকের ব্যাকরণহীন ব্যাটিংয়ে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। এক ওভারে ২২ রান দিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন রুবেল। এমন পারফরম্যান্সের পর টুইট বার্তায় ক্ষমা চেয়ে রুবেল লিখেছিলেন, ‘আমি জানি এটা আমার ভুল। কিন্তু সততার সঙ্গেই বলছি আমি কখনো ভাবিনি এমন উইনিং অবস্থানে থেকে শুধু আমার জন্যই বাংলাদেশ হেরে যেতে পারে। আমি দেশবাসীর সকলের কাছে এ হারের জন্য ক্ষমা চাইছি। দয়া করে আমাকে সবাই ক্ষমা করে দেবেন।’

 


তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ফাইনালের মতো ম্যাচে এমন বোলিংয়ে দোষের কিছু দেখছেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। রুবেলকে সমর্থন দিয়ে এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘তোমার মাথা উঁচুতে রাখো রুবেল। তুমি তোমার সেরাটা দিয়ে চেষ্টা করেছিলে। আমি নিশ্চিত তোমার জন্য তোমার দেশ গর্বিত।’

ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে বোলিংয়ের শুরু থেকেই বেশ দারুণ করেছেন রুবেল। প্রথম তিন ওভারে সুরেশ রায়নার গুরুত্বপূর্ণ উইকেটটি নেয়ার পাশাপাশি দেন মাত্র ১৩ রান। কিন্ত ১৯তম ওভারই যত ঝামেলার কারণ। ওই সময় রুবেল যখন বল হাতে নেন তখন ভারতের দরকার ছিল ১২ বলে ৩৪ রান। রুবেলের সেই ওভারটিতে দিনেশ কার্তিক ২২ রান নিয়ে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেন। আর শেষের দিকে সৌম্যর ওভারে ছক্কায় দল হারায় বড় মঞ্চে আরও একটি স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে দেশে ফেরে বাংলাদেশ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৮/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়