ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মার্টিন ক্রো, টেইলরকে ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্টিন ক্রো, টেইলরকে ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ১৭ সেঞ্চুরি নিয়ে শীর্ষে ছিলেন মার্টিন ক্রো। তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন রস টেইলর। ছিলেন কেন উইলিয়ামসনও। আজ শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে মার্টিন ক্রো ও টেইলরকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্লাক ক্যাপসদের হয়ে এখন সর্বোচ্চ সেঞ্চুরিয়ান তিনি।

প্রথম দিন ৯১ রানে অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসন। আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৭৮তম ওভারে অ্যান্ডারসনের করা পঞ্চম বলে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। ২০০ বল খেলে ১১টি চার ও ১ ছক্কায় ১০০ রান করেন। অবশ্য তিনি তার ইনিংসটিকে বেশি বড় করতে পারেননি। ২২০ বল খেলে ২০২ রান করে সেই অ্যান্ডারসনের বলেই আউট হয়ে যান।

টেস্টে ১৮টি সেঞ্চুরির পাশাপাশি ২৬টি হাফ সেঞ্চুরি রয়েছে উইলিয়ামসনের। ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ২৪২। যা তিনি ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে করেছিলেন। ১৯২ হল তার দ্বিতীয় সর্বোচ্চ। যা তিনি ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে শারজাহতে করেছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়