ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশকে হারাল আফগানিস্তান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশকে হারাল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক: প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেট অঙ্গনে নিজেদের জানান দিয়ে চলছে আফগানিস্তান।

বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে বড়রা যখন আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে ব্যস্ত এর আগেই বাংলাদেশি তরুণদের বিপক্ষে জিতে উচ্ছ্বাসে মগ্ন আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দল।

ভারতের গ্রেটার নৈদায় আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের মুখোমুখি হয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান করে আফগান যুবারা। জবাবে ব্যাট করতে নেমে আফগান স্পিনার নাভিদ আহমেদের ঘূর্ণিতে পথ হারিয়ে ১২৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ১৭ রানে জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগান যুবারা।

টস জিতে আগে ব্যাট করতে নামা আফগান ব্যাটসম্যানদের কম রানে বেঁধে নিজেদের কাজটা ভালোই করে রেখেছিল বাংলাদেশি বোলাররা। আফগানদের হয়ে এ সময় বাশির খান সর্বোচ্চ ৭০ রান করতে পেরেছিলেন। বাকিদের মধ্যে মোহাম্মদ ইসহাক ১৫, সুলায়মান আরবজাই ১০ ও ইমরান খান ১০ রান করতে পেরেছিলেন।

বাংলাদেশের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরি ৩টি উইকেট নেন। এছাড়া তানজিম হোসাইন ও মেহেদি হাসান ২টি করে উইকেট নেন।

১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। খুদে টাইগারদের হয়ে অধিনায়ক পারভেজ হোসাইন ইমন সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলতে পেরেছিলেন। এর আগে প্রান্তিক নওরোজ নাবিল ১০ করেন। শেষ দিকে রিশাদ হোসেন দলকে জয়ের আশা দেখালেও শেষপর্যন্ত ২২ রানে আউট হন তিনি।

বাংলাদেশের ইনিংসের বিপর্যয় আনতে বল হাতে সবচেয়ে কার্যকর ভূমিকার রাখেন আফগান স্পিনার নাভিদ আহমেদ। ৯ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে ৫টি মূলব্যান উইকেট তুলে নেন তিনি। এছাড়া কামরান  ও নাভেদ সাইফ ২টি করে উইকেট নেন।

এর আগে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে খেলতে এসে জয় নিয়ে দেশে ফিরেছিল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিলেটে পাঁচ ম্যাচ সিরিজে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল তারা। এবার দেশের বাইরে আফগান অনূর্ধ্ব-১৭ দলও বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে চমক দেখাল।

 

 

রাইংজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়